Advertisement
Advertisement

Breaking News

Kareena kapoor Khan

শাহিদকে দেখে মুখ ফেরালেন করিনা! পুরনো ‘ক্ষত’ কি এখনও কষ্ট দেয়?

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।

Kareena Kapoor ignored ex Shahid Kapoor | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 21, 2024 4:30 pm
  • Updated:February 21, 2024 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জব উই মেট’, কিন্তু সাক্ষাৎ হলেও চোখে চোখ পড়েনি। মন ভালো করা বাক্য বিনিময় হয়নি। বরং, পুরনো অভিমান জমিয়ে শুধুই সামনে দিয়ে চলে যাওয়া। হ্য়াঁ, এমনটিই ঘটল শাহিদ কাপুর ও করিনা কাপুর খানের সঙ্গে। একসময় যে প্রেম বলিউডে হইচই ফেলে দিয়েছিল, যে চুম্বন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো, তা আজ শুধুই নস্ট্যাজিয়ায় বন্দি। শুধুই পড়ে রয়েছে পুরনো ক্ষত, পুরনো ব্যথা।

গপ্পোটা একটু বিশদে বলা যাক। মঙ্গলবার দাদা সাহেব ফালকে পুরস্কার সন্ধ্যায় হঠাৎই মুখোমুখি শাহিদ ও করিনা। করিনার দিকে অপলক শাহিদ তাকিয়ে থাকলেও, করিনা কিন্তু একেবারেই পাত্তা দিলেন না শাহিদকে। বরং শাহিদকে দেখে মুখ ঘুরিয়ে নিলেন সইফের বেগম। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, করিনা হয়তো এখনও পুরনো প্রেম, পুরনো ব্যথা ভুলতে পারেননি। তাই হয়তো শাহিদের চোখে চোখ রাখতে পারেননি তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি একটু লোভী’, ফিল্ম ফেয়ারে ‘ব্রাত্য’ থাকা শাহরুখ দাদাসাহেব পেয়েই মুখর! দেখুন ভিডিও]

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলির ছবি ‘জব উই মেট’। ছবির শুটিং চলাকালীন সময়েই ব্রেক আপ হয়েছিল তাঁদের বলে শোনা যায়। তবে ছবিতে তাঁর কোনও প্রভাব পড়েনি। সেই সময় ছবিটা বক্স অফিসে তুমুল সফল হয়েছিল। আজও রোমান্টিক ছবির কথা উঠলে ‘জব উই মেটে’র নাম আসবেই।

[আরও পড়ুন: মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন! কত মাসের অন্তঃসত্ত্বা রণবীর ঘরনি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement