Advertisement
Advertisement
Kareena Kapoor

খ্রিস্টান ভাবাবেগে আঘাত! করিনাকে নোটিস আদালতের

আইনি জটে করিনা কাপুর খান।

Kareena Kapoor Gets Court Notice For Using 'Bible' In Pregnancy Book name
Published by: Sandipta Bhanja
  • Posted:May 11, 2024 3:08 pm
  • Updated:May 11, 2024 4:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি জটে করিনা কাপুর খান। সৌজন্যে বেবোর লেখা বই। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন অভিনেত্রী যে বই লিখেছিলেন, তার নাম রেখেছেন ‘করিনা কাপুর খানস প্রেগন্যান্সি বাইবেল’। আর এই ‘বাইবেল’ শব্দের ব্যবহারের জেরেই আইনি বিপাকে পড়তে হয়েছে করিনা কাপুর খানকে।

খ্রিস্টধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি যে বই লিখেছেন, সেই বইয়ের নামকরণের জন্য ইতিমধ্যেই মধ্যপ্রদেশ উচ্চ আদালতে করিনার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। আর তার জেরেই অভিনেত্রীর কাছে নোটিশ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থোনির দাখিল করা পিটিশনের ভিত্তিতেই করিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তার জেরেই বিচারক গুরপাল সিং আলুওয়ালিয়ার বেঞ্চ এই নোটিশ জারি করেছেন।

Advertisement

জানা গিয়েছে, করিনা কাপুর খানের পাশাপাশি বুক সেলারের বিরুদ্ধেও নোটিশ পাঠানো হয়েছে। আদালতের তরফে জারি করা নোটিশে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছে, কেন বইয়ের নামে বাইবেল শব্দটি ব্যবহার করা হয়েছে? মামলা দায়েরকারী ক্রিস্টোফার অ্যান্থোনি করিনার বইটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। জব্বলপুরের সমাজকর্মী অ্যান্থোনির অভিযোগ, বাইবেল শব্দটি ব্যবহার করার জেরে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের ভাবাবেগে আগাত লেগেছে। ওই পবিত্র শব্দ ব্যবহার করে সস্তা প্রচার পেতে চেয়েছেন করিনা কাপুর খান।

[আরও পড়ুন: টলিউডে এবার সত্যেন বোসের বায়োপিক! কিংবদন্তি বিজ্ঞানীর চরিত্রে যিশু না অনির্বাণ?]

২০২১ সালেই ওই বই মুক্তি পায়। ২০২২ সালেই মামলা দায়ের করতে চেয়েছিলেন ওই ব্যক্তি। তবে প্রাথমিকভাবে পুলিশ ওই মামলা নিতে অস্বীকার করলে অ্যান্থোনি ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে অভিযোগ দায়ের করেন। এতদিন বাদে কোর্টের চিঠি গেল অভিনেত্রীর কাছে। সম্প্রতি UNICEF-এর রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন করিনা কাপুর খান। তার পরই আইনি জটিলতায় জড়ালেন অভিনেত্রী। বলিউডে দু দশক কাটিয়ে ফেলেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor)। অভিনেত্রী, দুই সন্তানের মা, ভোপালের নবাব পরিবারের ‘শেষ বেগম’ ঘর-সংসার এবং কাজ দুটোই সমান তালে চালাচ্ছেন। তাঁর কাঁধে আরও বড় দায়িত্ব এসেছে সম্প্রতি। ইউনিসেফ-এর রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন সুপারস্টার কাপুরকন্যা।

[আরও পড়ুন: শাহরুখের আগে ‘মন্নত’ কেনার প্রস্তাব পেয়েছিলেন সলমন! কেন কিনলেন না ভাইজান? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement