সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমজনতা থেকে তারকা, আন্তর্জাতিক পিতৃদিবসের শুভেচ্ছা, আদরে মাতোয়ারা গোটা নেটপাড়া। এর মাঝেই এক বিপত্তি ঘটিয়ে ফেললেন করিনা কাপুর! স্বামী সইফ আলি খানের সঙ্গে রংবাহারি ছবি দিয়ে ‘হ্যাপি ফাদার্স ডে’ বলতেই শুভেচ্ছা বদলে গেল ট্রোলিংয়ে।
সইফকে পাশে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন করিনা। সেখানে তারকাদম্পতিকে দেখা গেল ঝলমলে পোশাকে। দু’জনের চোখেই রেট্রো লুকের রোদচশমা। রংবাহারি পোশাকে ‘সুপারকুল’ দেখাচ্ছে। তবে নেটপাড়া সইফ-করিনার লুকে মজলেও ক্যাপশন দেখে ‘থ’ হয়ে গিয়েছে।
ইনস্টা পোস্টের ক্যাপশনে করিনা লিখেছেন, “সবার থেকে কুল… পিতৃদিবসের শুভেচ্ছা সুপুরুষ, হটেস্ট ড্যাডকে…।” এরপরই করিনার সংযোজন- “সকলে তাই বলে।” ব্যস, পতৌদি পরিবারের ‘বউমা’র এমন পোস্ট দেখে তেড়েফুড়ে এলেন নেটপাড়ার নীতিপুলিশেরা। কেন পিতৃদিবসে স্বামীকে শুভেচ্ছা জানালেন? সেই প্রশ্ন তুলে ঠাট্টা-রসিকতার অন্ত নেই।
View this post on Instagram
নিন্দুকদের কেউ বলছেন, ‘আপনি কি সইফের মেয়ে নাকি?’ কারও বা মন্তব্য, ‘কী বিশ্রী!’ কেউ বা আবার তৈমুর-জেহর সঙ্গে সইফের ছবি না দেওয়ায় করিনাকে কটাক্ষ করলেন। আবার কেউ সোজাসুজি সইফ আলি খানের উদ্দেশেই বললেন, ‘মোটেই আপনি বলিউডের সবথেকে কুল তারকা নন।’ করিনা কাপুর খানের পিতৃদিবসের পোস্ট নিয়ে কাটাছেঁড়ার অন্ত নেই নেটদুনিয়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.