সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) দ্বিতীয় সন্তানের নাম কী? তা নিয়ে জোর তরজা নেটদুনিয়ায়। শোনা যাচ্ছে, ছোট ছেলের নাম নাকি জাহাঙ্গীর রেখেছেন সইফ (Saif Ali khan) ও করিনা। তাতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের পালা শুরু হয়ে গিয়েছে।
অন্তঃসত্ত্বা হওয়ার পর যে অভিজ্ঞতা হয়েছিল তা নিয়ে আস্ত একটি বই লিখে ফেলেছেন করিনা। নাম দিয়েছেন, ‘করিনা কাপুর খান’স প্রেগনেন্সি বাইবেল: দ্য আল্টিমেট ম্যানুয়াল ফর মমস টু বি’। শোনা যাচ্ছে, সেই বইতেই নাকি অভিনেত্রী জানিয়েছেন তাঁর ছোটছেলের নাম জাহাঙ্গীর আলি খান (Jahangir Ali Khan)। খবর প্রকাশ্যে আসা মাত্রই কটাক্ষের পালা শুরু হয়ে যায়। ব্যঙ্গ করে লেখা হয়, “দ্বিতীয় সন্তানের নাম জাহাঙ্গীর রেখেছেন সইফ আলি খান ও করিনা কাপুর। নাম রেখেই ট্রোল হয়ে যান নবাব। এবার অধীর আগ্রহে ঔরঙ্গজেবের জন্য অপেক্ষা করছি।”
Saif Ali Khan and Kareena Kapoor named their second baby boy Jahangir. Nawab at trolling level just by name. 🤭
Now we are eagerly waiting for Aurangzeb.
— Shaikh Mohd Asad اسعد (@imAsadShaikh) August 9, 2021
শোনা যায়, মুঘল সম্রাট জাহাঙ্গীর নাকি শিখ সম্প্রদায় গুরু অর্জনকে ইসলাম ধর্ম নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অমান্য করায় তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই কথাও অনেকে স্মরণ করিয়ে দিয়েছেন। তবে নিজের বই নিয়ে করণ জোহরের (Karan Johar) সঙ্গে আলাপচারিতায় মেতেছিলেন করিনা। সেখানে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর ছোট ছেলের নাম জেহ আলি খান।
Jahangir k!lled “Guru Arjan” the 5th Sikh Guru of Sikhs.
I am telling this to you because name of 2nd son of Kareena Kapoor Khan is “Jahangir Ali Khan”
Earlier her 1st child was named after Taimur
— Maj Gen G D Bakshi (@GDBakshi2) August 10, 2021
This is to those people who are saying her child name is Jahangir ,look at this Kareena said it’s jeh ali khan ok …#KareenaKapoorKhan https://t.co/FiZkCMKULC
— kareena akshay kumar (@Shivani05107466) August 9, 2021
নিজের বইতে নাকি গর্ভবতী থাকাকালীন যৌনতা নিয়েও আলোচনা করেছেন করিনা কাপুর খান। জানিয়েছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি যৌনতায় আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। সইফ অত্যন্ত ভাল মানুষ বলে নাকি পুরো বিষয়টি বুঝেছিলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.