Advertisement
Advertisement
Karar Oi louho Kopat

Karar Oi Louho Kopat: ‘লৌহ কপাট’-এর এমন রিমেক হবে আগে জানত নজরুল পরিবার? চুক্তিপত্র নিয়ে মুখ খুললেন নাতি

কী বলছেন কাজী অনির্বাণ?

Karar Oi Louho Kopat: Kazi Anirban shares his thought on Kazi Aninditas claim regarding copyright issues | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 13, 2023 9:32 am
  • Updated:November 13, 2023 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পিপ্পা’ ছবিতে ব্যবহার হওয়া লৌহ কপাট গানের রিমেক নিয়ে ঝড় যেন থেমেও থামছে না। এরই মাঝে নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী লম্বা পোস্ট দিলেন ফেসবুকে। প্রশ্ন তুললেন ‘লৌহ কপাট’ গানের স্বত্ত্ব বিক্রি ও চুক্তিপত্র নিয়ে। অনিন্দিতা লেখেন, ‘২০২১ সালে কী এগ্রিমেন্ট হয়েছিল সেটা জানা খুব প্রয়োজন, তা হলে সব বিতর্কের অবসান হবে। এবং যাঁরা এগ্রিমেন্ট-এর বিপক্ষে গিয়ে এই কাজটি করেছেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া যাবে।’ সঙ্গে অনিন্দিতা এটা ও জানান, এই গানের চুক্তিপত্র রয়েছে তাঁর দাদা অনির্বাণের কাছে।

অনিন্দিতার এই পোস্ট নিয়ে সংবাদমাধ্যমে নজরুল ইসলামের নাতি অনির্বাণ জানান, ‘‘ আমার মা-কে (কল্যাণী কাজী) পিপ্পা ছবির প্রযোজকের তরফ থেকে ফোন করা হয়েছিল। তার পর আমার সঙ্গে কথা হয়। এ আর রহমান এই গানের রিমেক করবেন, শুনে মা খুবই উচ্ছ্বসিত হয়েছিলেন।”

Advertisement

[আরও পড়ুন: শতবর্ষে বড়মার পুজো, ব্যস্ত শিডিউলেও মায়ের টানে নৈহাটিতে হাজির শ্রাবন্তী-শ্রুতিরা]

অনির্বাণ আরও জানালেন, ‘লৌহ কপাট গানটি ছবিতে আংশিক বা সম্পূর্ণ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু গানের সুর বা কথা পরিবর্তনের অনুমতি কিন্তু দেওয়া হয়নি। ”ওঁদের কাছে গানের চূড়ান্ত সংস্করণটি শুনতে চাওয়া হয়েছিল। তখন জানতাম, মাস ছয়েকের মধ্যে ছবিটা মুক্তি পাবে। পরে দু’বছর কেটে গেল। শেষমেশ আমাদের গানটাও আর শোনা হয়ে ওঠেনি।”

অন্যদিকে অনিন্দিতা প্রশ্ন তোলেন, এই গান রিমেকের বিষয়টি, চুক্তিপত্রর ব্যাপারে পরিবারের অন্য কেউ কিছু জানতেন কিনা! অনির্বাণ সোজা জানালেন, সবাই জানে। আমার ভাই অরিন্দমকেও চুক্তিপত্র দিয়েছি। আমার ধারণা মা ওকে সবটা জানিয়ে ছিলেন। তাহলে ধরে নিতে হবে মায়ের সঙ্গে ওর দুবছর ধরে কোনও যোগাযোগ ছিল না!

[আরও পড়ুন: ‘টাইগার ৩’তে প্রাক্তন সলমনের সঙ্গে রোম্যান্সে মশগুল স্ত্রী ক্যাটরিনা! কী বললেন ভিকি কৌশল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement