সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পিপ্পা’ ছবিতে ব্যবহার হওয়া লৌহ কপাট গানের রিমেক নিয়ে ঝড় যেন থেমেও থামছে না। এরই মাঝে নজরুল ইসলামের নাতনি অনিন্দিতা কাজী লম্বা পোস্ট দিলেন ফেসবুকে। প্রশ্ন তুললেন ‘লৌহ কপাট’ গানের স্বত্ত্ব বিক্রি ও চুক্তিপত্র নিয়ে। অনিন্দিতা লেখেন, ‘২০২১ সালে কী এগ্রিমেন্ট হয়েছিল সেটা জানা খুব প্রয়োজন, তা হলে সব বিতর্কের অবসান হবে। এবং যাঁরা এগ্রিমেন্ট-এর বিপক্ষে গিয়ে এই কাজটি করেছেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া যাবে।’ সঙ্গে অনিন্দিতা এটা ও জানান, এই গানের চুক্তিপত্র রয়েছে তাঁর দাদা অনির্বাণের কাছে।
অনিন্দিতার এই পোস্ট নিয়ে সংবাদমাধ্যমে নজরুল ইসলামের নাতি অনির্বাণ জানান, ‘‘ আমার মা-কে (কল্যাণী কাজী) পিপ্পা ছবির প্রযোজকের তরফ থেকে ফোন করা হয়েছিল। তার পর আমার সঙ্গে কথা হয়। এ আর রহমান এই গানের রিমেক করবেন, শুনে মা খুবই উচ্ছ্বসিত হয়েছিলেন।”
অনির্বাণ আরও জানালেন, ‘লৌহ কপাট গানটি ছবিতে আংশিক বা সম্পূর্ণ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু গানের সুর বা কথা পরিবর্তনের অনুমতি কিন্তু দেওয়া হয়নি। ”ওঁদের কাছে গানের চূড়ান্ত সংস্করণটি শুনতে চাওয়া হয়েছিল। তখন জানতাম, মাস ছয়েকের মধ্যে ছবিটা মুক্তি পাবে। পরে দু’বছর কেটে গেল। শেষমেশ আমাদের গানটাও আর শোনা হয়ে ওঠেনি।”
অন্যদিকে অনিন্দিতা প্রশ্ন তোলেন, এই গান রিমেকের বিষয়টি, চুক্তিপত্রর ব্যাপারে পরিবারের অন্য কেউ কিছু জানতেন কিনা! অনির্বাণ সোজা জানালেন, সবাই জানে। আমার ভাই অরিন্দমকেও চুক্তিপত্র দিয়েছি। আমার ধারণা মা ওকে সবটা জানিয়ে ছিলেন। তাহলে ধরে নিতে হবে মায়ের সঙ্গে ওর দুবছর ধরে কোনও যোগাযোগ ছিল না!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.