সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লৌহ কপাট’ বিতর্কে অবশেষে নতি স্বীকার করল ‘পিপ্পা’ সিনেমার টিম। এই ছবির জন্যই কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের রিমেক করেছিলেন এ আর রহমান। যা নিয়ে তুমুল আপত্তি জানান নেটিজেনরা। তোলেন গান বিকৃতির অভিযোগ। বিতর্কের ঢেউ আছড়ে পড়ে। বাড়তে থাকা এই চাপের মুখে বিজ্ঞপ্তি জারি করে অবশেষে ক্ষমা চাইল টিম ‘পিপ্পা’।
Statement from the team of Pippa. pic.twitter.com/ngZGl4taj7
— Roy Kapur Films (@roykapurfilms) November 13, 2023
১০ নভেম্বর থেকে আমাজন প্রাইমে দেখা যাচ্ছে ‘পিপ্পা’। তার আগেই ‘লৌহ কপাট’ বিতর্কের সূত্রপাত। গান প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিবাদ জানান রাঘব চট্টোপাধ্যায়, শিলাজিৎ, মনোময় ভট্টাচার্যের মতো শিল্পীরা। কাজী নজরুল ইসলামের পরিবেরের একাধিক সদস্যও ক্ষোভপ্রকাশ করেন। দুই বাংলার মানুষ এমন রিমেকের বিরুদ্ধে সোচ্চার হন।
চাপের মুখে নতি স্বীকার করে ‘পিপ্পা’ টিমের পক্ষ থেকে লেখা হয়েছে, “কারার ঐ লৌহ কপাট নিয়ে চারপাশে যা চলছে, তার প্রেক্ষিতে পিপ্পা ছবির প্রযোজক, পরিচালক ও সঙ্গীত পরিচালকের পক্ষ থেকে জানাতে চাই কাজী নজরুল ইসলামের উত্তরসূরির কাছ থেকে অনুমতি নিয়েই কাজটি করা হয়েছে।”
এর পরই লেখা হয়, “আসল সুরের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা রয়েছে। এই উপমহাদেশের সঙ্গীত, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রয়াত কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে নারী ও পুরুষদের অবদান রয়েছে, তাঁদের কুর্নিশ জানাতেই এই অ্যালবাম তৈরি করা হয়। স্বাধীনতা, শান্তি ও ন্যায়ের জন্য তাঁদের তীব্র লড়াইয়ের আবেগ জড়িয়ে রয়েছে এতে। অনির্বাণ কাজীর উপস্থিতিতে চিঠি দিয়ে এবং লিখিত চুক্তির মাধ্যমে সৎভাবে গানের কথা ব্যবহার করার অনুমতি নেওয়া হয় প্রয়াত কল্যাণী কাজীর কাছ থেকে। এই চুক্তির ভিত্তিতেই গানের কথা ব্যবহার করে নতুন সুর দিয়ে তা সাজিয়ে পুরনো গানকে শ্রদ্ধা জানানো আমাদের উদ্দেশ্য ছিল। আসল গানের প্রতি শ্রোতাদের যে আবেগ, তা আমরা বুঝি, যদিও শিল্পের নানা আঙ্গিক হয়। যদি আমাদের এই দৃষ্টিভঙ্গিতে কারও ভাবাবেগে আঘাত লেগে থাকে, তাহলে আমরা ক্ষমা চাইছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.