Advertisement
Advertisement
Karan johar

এবার বড়পর্দায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, প্রযোজনায় করণ জোহর

পরিচালনার দায়িত্বে কে থাকছেন?

Karan Johar to make film on Jallianwala Bagh Massacre | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 29, 2021 3:36 pm
  • Updated:June 29, 2021 9:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের (Jallianwala Bagh Massacre) প্রেক্ষাপটে সিনেমা তৈরি করছেন প্রযোজক করণ জোহর (Karan Johar)। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেকথা জানানো হল।

ভারতীয় ইতিহাসে এখনও দগদগে ঘায়ের মতো স্বাধীনতার আগের এই গণহত্যা। জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র মানুষদের উপর গুলি চালানো হয়েছিল। রক্তের স্রোত বয়ে গিয়েছিল জালিয়ানওয়ালাবাগ মাটিতে। প্রতিবাদের তীব্র আগুন সঞ্চারিত হয়েছিল সারা দেশে। হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজ সরকারের দেওয়া ‘নাইটহুড’ উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। গণহত্যার বিচারের দাবিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আদালতে মুখোমুখি হয়েছিলেন সি শংকরণ নায়ার (C. Sankaran Nair)। তাঁর প্রেক্ষাপটেই করণ প্রযোজিত সিনেমাটি তৈরি হবে।

Advertisement

[আরও পড়ুন: মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ভিকি কৌশল! জমে ক্ষীর বলিউডের নতুন প্রেম]

নতুন এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ সিং ত্যাগী (Karan Singh Tyagi)। রঘু পালত ও পুষ্পা পালতের লেখা ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ (The Case That Shook the Empire) উপন্যাসের ভিত্তিতে চিত্রনাট্য লেখার কাজ হচ্ছে। ছবিতে কারা অভিনয় করবেন সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু শোনা যায়নি। তবে, ছবির খবর প্রকাশ্যে আসতেই অনেকে অক্ষয় কুমারের (Akshay Kumar) নাম নিচ্ছেন। অনেকে আবার করণের প্রিয় বন্ধু শাহরুখ খানকে (Shahrukh Khan) নেওয়ার দাবিও জানিয়েছেন। কাস্টের নাম পরে জানানো হবে বলেই বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি খুব শিগগিরিই শুটিং শুরু করার কথাও জানানো হয়েছে।  ছবির বিষয়বস্তু অনেকের অজানা বলেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন করণ। এমন কাহিনি দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পেয়ে গর্বিত বলেই জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ফেডারেশনের আপত্তি, নতুন ধারাবাহিকের বন্ধ শুটিং চালুর লিখিত দাবি আর্টিস্ট ফোরামের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement