Advertisement
Advertisement

Breaking News

Karan Johar

শার্টলেস রণবীরকে দেখে ‘হা’ আলিয়া! করণের জন্মদিনে নয়া টুইস্ট ‘রকি অউর রানি’র

নেটপাড়ায় শোরগোল।

Karan Johar teases with Rocky Aur Rani Kii Prem Kahaani firstlook of Ranveer singh Alia bhatt | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:May 25, 2023 12:09 pm
  • Updated:May 25, 2023 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শার্টের খোলা বোতামের ভিতর থেকে উঁকি দিচ্ছে মসৃণ উন্মুক্ত বুক! আর রকির এমন অবতার দেখেই ‘হা’ হয়ে গিয়ছেন রানি। মেন্টর করণ জোহরের জন্মদিনে নয়া টুইস্ট আলিয়া ভাট, রণবীর সিংয়ের। প্রকাশ্যে ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’র পয়লা ঝলক। নিজের জন্মদিনেই রকি-রানির সঙ্গে পরিচয় করালেন পরিচালক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

Advertisement

প্রাণোচ্ছল আলিয়া আর ততোধিক চনমনে অবতারে ধরা দিলেন রণবীর সিং। ফার্স্টলুকের কোথাও বা ধরা পড়ল রকি-রানির রোম্যান্স। যা দেখে নেটপাড়ায় ইতিমধ্যেই শোরগোল। শুভেচ্ছা জানিয়েছেন করণ জোহরকে। ফিল্মি কেরিয়ারের ২৫ বছর পূর্তি হিসেবে বুধবারই যদিও এমন চমকের ইঙ্গিত দিয়েছিলেন করণ জোহর।

[আরও পড়ুন: ‘বাপ রে বাপ..’ ১৭০ কোটির সম্পত্তি? মাথা ঘুরে যাবে মনোজ বাজপেয়ীর কথায়!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

প্রসঙ্গত, ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’র ঘোষণা করার পর থেকেই এই ছবি নিয়ে দর্শকদের কৌতূহলের অন্ত নেই। তাঁর নেপথ্যে মূল কারণ- কাস্টিং। রণবীর-আলিয়ার পাশাপাশি তাবড় কাস্টিং। শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চনদের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে বাংলার দুই অভিনেতা টোটা রায়চৌধুরি, চূর্ণী গঙ্গোপাধ্যায়দের।

[আরও পড়ুন: ‘অন্তর্বাস দেখতে চেয়েছিলেন..’, পরিচালকের মুখের উপর টাকা ছুঁড়ে দিয়ে আসেন প্রিয়াঙ্কা!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

প্রসঙ্গত, ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’র সুবাদেই বছর পাঁচেক বাদে ফের পরিচালকের আসনে বসেন করণ জোহর। ‘গাল্লি বয়’ ছবির পর করনের এই ছবিতে ফের জুটি বাঁধলেন রণবীর এবং আলিয়া। মুক্তি পাচ্ছে ২৮ জুলাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement