Advertisement
Advertisement

Breaking News

Karan Johar

৫ কোটি রোজগারের মুরোদ নেই, পারিশ্রমিক ২০ কোটি! বলি তারকাদের কটাক্ষ করণের

আর কী বললেন করণ?

Karan Johar slams Bollywood actors | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 5, 2023 8:03 pm
  • Updated:January 5, 2023 9:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ জোহর একেবারে বিন্দাস। যখনই মুখ খোলেন, শুরু হয় বিতর্ক। তা নিজের টক শো ‘কফি উইথ করণে’ সেলেবদের বেডরুম সিক্রেট ফাঁস করা হোক কিংবা কোনও তারকাকে নিয়ে কটুকথা। আর এবার বলিউডের তথাকথিত সুপারস্টারদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে বসলেন করণ।

২০২২ সালে একের পর এক সিনেমা ফ্লপ হয়েছে বক্স অফিসে। কিন্তু সিনেমা ফ্লপ হলেও, তারকাদের পারিশ্রমিকে কোনও ঘাটতি পরেনি। করণের কথায়, বক্স অফিসের এই বেহাল অবস্থাতেও কিছু স্টার নিজের ইগো থেকে সরছে না। ছবি অফার করলেই ২০ কোটি টাকা হাঁকাচ্ছেন!

Advertisement

[আরও পড়ুন: শাহরুখের ছবিকে মাটিতে ফেলে চলল লাথি-ঝাঁটা, ‘পাঠান’ মুক্তি আটকাতে সরব বজরং দল ]

একটি পডকাস্টে সাক্ষৎকার দিতে গিয়ে করণ (Karan Johar) বলেন, তারকারা মনে করেন তাঁরা থাকলেই বক্স অফিসে ছবি সুপারহিট। তবে এখন অঙ্কটা একেবারে বদলে গিয়েছে। বক্স অফিসের অঙ্কে দক্ষিণী ছবি অনেক এগিয়ে যার প্রমাণ বাহুবলি ও আর আর আর।

করণ বলেন, এই মন্তব্য করার জন্য হয়তো আমাকে খুন করা হতে পারে। ছবি মুক্তির প্রথম দিনে ৫ কোটির ব্যবসা করতে পারে না, আবার পারিশ্রমিক হিসেবে ২০ কোটি টাকা চায়। এটা কি মানা যায়? করণের কথায়, সব উন্মাদ। দুটো ছবি হিট করলেই নিজেকে সেরা মনে করে। সবাই সেই আমিত্বতে আটকে!

[আরও পড়ুন: বাদ নয় গেরুয়া বিকিনি, তবে কাঁচি একাধিক দৃশ্যে, ভাইরাল ‘পাঠান’ ছবির সেন্সর রিপোর্ট ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement