Advertisement
Advertisement
Karan Johar

বলিউডে পা দিলেন আরেক স্টারকিড, করণের নতুন ছবিতে সঞ্জয় কাপুরকন্যা শানায়া!

এই ছবিতে দেখা যাবে নতুন দুই নায়ককেও।

Bedhadak: Karan Johar shares posters, announces Shanaya Kapoor's debut movie | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 3, 2022 3:16 pm
  • Updated:March 3, 2022 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে নেপোটিজম বিতর্ক ফের উসকে দিলেন পরিচালক করণ জোহর (Karan Johar)। বহুদিন ধরে আলোচনা, গুঞ্জনে থাকার পর করণ জোহরের হাত ধরে বলিউডের পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুর (Shanaya Kapoor)। বৃহস্পতিবার টুইট করে করণ জোহর শেয়ার করলেন তাঁর নতুন ছবি ‘বেধড়ক’-এর পোস্টার। যেখানে দেখা গেল শানায়াকে। তবে শানায়া নন, এই ছবিতে দেখা যাবে নতুন দুই নায়ক লক্ষ্য ও গুরুফতেহ পিরজাদাকে। ছবিটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান।

এই ছবি তৈরির কথা বহুদিন আগে থেকেই চলছিল। কয়েক মাস আগেও খবরে এসেছিল শানায়ার বলিউডে পা রাখার খবর। তবে এবার ছবির ফার্স্টলুক প্রকাশ করে শুধু শানায়া নন, ছবির দুই নায়কদের সঙ্গেও পরিচয় করিয়ে দিলেন করণ জোহর।

Advertisement

‘দোস্তানা টু’ ছবি থেকে বলিউডে পা রাখার কথা ছিল অভিনেতা লক্ষ্যর। তবে সেই ছবি নির্মাণ আপাতত বন্ধ। করণ জোহর লিখলেন, ‘নায়কের লুক দেখে আপনাদের ভাল লাগবে, বিশেষ করে তাঁর হাসি।’ অন্যদিকে আরেক নতুন নায়ক গুরফতেহকে নিয়ে করণ লিখলেন, ‘একেবারে ঝকঝকে লুক গুরফতেহর। সবার মন ভরিয়ে তুলবে এই নায়ক।’

[আরও পড়ুন:  মণিরত্নমের নয়া ছবির ফার্স্ট লুক শেয়ার ঐশ্বর্যের, ‘কুইন ইজ ফাইনালি ব্যাক’, আপ্লুত অনুরাগীরা]

সোনম, অর্জুন, জাহ্নবীর পর কাপুর বংশের শানায়াকে নিয়েও বলিউডে ইতিমধ্যেই শোরগোল শুরু। তবে শানায়া এর আগে জাহ্নবী কাপুর অভিনীত, ‘গুঞ্জন সাক্সেনা’ ছবির সহ-প্রযোজকও ছিলেন।

[আরও পড়ুন: বিদেশে যাওয়ার অনুমতি চান, আদালতের দ্বারস্থ সোনিকা মৃত্যু মামলায় অভিযুক্ত বিক্রম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement