Advertisement
Advertisement

Breaking News

Karan Johar

ধর্মা প্রোডাকশনের শেয়ার বেচতে গিয়ে ‘ট্রমা’য় করণ জোহর! কী ঘটে মিটিংয়ে?

কর্ণধার আদর পুনাওয়ালা ১০০০ কোটির বিনিময়ে করণের এই প্রযোজনা সংস্থার শেয়ার কিনেছেন।

Karan Johar Says He Was 'Traumatised' During Meetings With Adar Poonawalla
Published by: Akash Misra
  • Posted:November 15, 2024 3:41 pm
  • Updated:November 15, 2024 3:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি নিজের প্রোডাকশন সংস্থা ধর্মার ৫০ শতাংশ শেয়ার বিক্রি করেছেন বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর। সিরাম সংস্থার কর্ণধার আদর পুনাওয়ালা ১০০০ কোটির বিনিময়ে করণের এই প্রযোজনা সংস্থার শেয়ার কিনেছেন। CNBC-TV18 Global Leadership Summit- এ এই শেয়ার বেচাকেনা নিয়ে প্রথমবার মুখ খুললেন করণ। স্পষ্টই তিনি বললেন, ”আদর পুনাওয়ালার সঙ্গে মিটিংয়ের সময় ট্রমায় আক্রান্ত হয়েছিলাম।”

করণ জোহর জানান, ”আমি একজন ক্রিয়েটিভ মানুষ। ব্যবসা চালানোর জন্য যে বুদ্ধি লাগে, সেটা আমার নেই। লাভ, লোকসানের অত হিসেব নিকেশ করতে পারি না। নানারকম ইমেল, নানারকম ফোন, কীভাবে, কার সঙ্গে কথা বললে, সঠিক অর্থে কর্পোরেট কথা বলা হবে, সেই নিয়ম জানা নেই। তাই পুনাওয়ালার সঙ্গে মিটিংয়ের আগে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। আসলে আমি যে দুনিয়ার মানুষ, সেখানে এত কিছু নিয়ম নেই। তাই ক্রয়-বিক্রয় নিয়ে কথা বলার সময় ট্রমায় আক্রান্ত হয়েছিল। বুঝতে পারছিলাম না, কোন কথার কীরকম প্রকাশ করব।”

Advertisement

ধর্মা প্রোডাকশনের বিবৃতি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ। এই বিবৃতি অনুযায়ী, ধর্মা প্রোডাকশনে মোট ২০০০ কোটি টাকার বিনিয়োগ করছেন আদর পুনাওয়ালা। আপাতত ১০০০ কোটি টাকা দিয়ে ধর্মা প্রোডাকশন ও ধর্মাটিক এন্টারটেইনমেন্টের ৫০% অংশীদারিত্ব নিয়েছেন তিনি।

আগামীতে ধর্মা প্রোডাকশনে করণ জোহর এগজিকিউটিভ চেয়ারম্যান হিসেবে থাকবেন। সংস্থার সৃজনশীল সিদ্ধান্তগুলো তিনিই নেবেন। চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে থাকবেন অপূর্ব মেহতা। তিনি সংস্থার কৌশলগত দিক এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কাজে নজর রাখবেন।

রটনা লোকসানের জেরেই নাকি করণ জোহর নিজের সংস্থার মালিকানা ছাড়লেন। কিছুদিন আগে আবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, ধর্মা প্রোডাকশন আর ব্যয়বহুল তারকাখচিত প্রিমিয়ার করবে না। এর পরই ধর্মার শেয়ার বিক্রির খবরটি রটে। যদিও সাম্প্রতিক বিবৃতিতে জানানো হয়েছে বিভিন্ন ভাষায় ভালো ভালো কনটেন্ট তৈরির জন্যই এই ধর্মা ও সেরেন প্রোডাকশনসের এই মহাজোট। ডিজিটালের দিকেও বাড়তি নজর দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর মুক্তি পেয়েছে করণ জোহর প্রযোজিত ‘জিগরা’। এই ছবির একটি বড় অংশ জুড়ে রয়েছে বাস্কেটবল খেলার অংশ এবং মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স। যেখানে দুর্ধর্ষ অবতারে দেখা গিয়েছে আলিয়াকে। তবে বক্স অফিসে এই ছবিও ভালো ব্যবসা করেনি। ‘জিগরা’ রিলিজের আগেই তারকাখচিত প্রিমিয়ার নাকচ করেছিলেন করণ।

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement