সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নোটিসের জবাব দিলেন প্রযোজক-পরিচালক করণ জোহর (Karan Johar)। সূত্রের খবর মানলে, আইনজীবী মারফত করণ জানিয়েছেন গত বছর তাঁর বাড়ির ওই পার্টিতে কোনওরকমের নিষিদ্ধ মাদক সেবন করা হয়নি।
২০১৯ সালের ২৮ জুলাই নিজের বাড়ির হাউস পার্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন করণ জোহর। পার্টিতে দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, মালাইকা আরোরা, অর্জুন কাপুর, ভিকি কৌশল, জোয়া আখতার, শাহিদ কাপুর, আলিয়া ভাট, রণবীর কাপুর, শকুন বাত্রা-সহ বহু তারকাই উপস্থিত ছিলেন। ভিডিও ভাইরাল হতেই শিরোমণি অকালি দলের নেতা মনজিন্দর সিং সিরসা (Manjinder Singh Sirsa) মু্ম্বইয়ে NCB’র জোনাল অফিসে অভিযোগ জানিয়েছিলেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ভাইরাল ভিডিওটির ফরেনসিক রিপোর্ট আসে এনসিবির হাতে। এরপর থেকেই ভিডিও নিয়ে ফের সক্রিয় ওয়ে ওঠে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
বৃহস্পতিবার নোটিস পাঠিয়ে করণ জোহরের কাছে ভিডিও সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওর সমস্ত বৈদ্যুতিন প্রমাণ ও প্রয়োজনীয় কাগজপত্রও দেখতে চাওয়া হয়। শোনা গিয়েছে, আইনজীবী মারফতই নিজের বক্তব্য জানানোর পাশাপাশি একটি চিঠি ও পেনড্রাইভও জমা দিয়েছেন বলিউডের প্রযোজক ও পরিচালক।
সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার সমালোচিত হয়েছেন করণ জোহর। নেপোটিজম, ফেভারিটিজমের অভিযোগ এনে তাঁকে একহাত নিয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। মনজিন্দর সিংও বলিউডের মাদকচক্রের ‘মূল পাণ্ডা’ বলে অভিহিত করেন। সমালোচনার জেরে সোশ্যাল মিডিয়ায় নিজের সক্রিয়তাও কমিয়ে দিয়েছেন করণ। গত বছরের ভিডিওটি নিয়ে এর আগেও কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। সেই সময় এ বিষয়ে কথা বলতে গিয়ে প্রযোজক-পরিচালক জানিয়েছিলেন, পার্টিতে নাকি তাঁর মা হিরু জোহরও ছিলেন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.