সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলিয়া ভাটের (Alia Bhatt) জীবনে যদি কেউ ফ্রেন্ড, ফিলোজফার, গাইড হন, তাহলে তিনি হলেন বলিউড ছবির পরিচালক ও প্রযোজক করণ জোহর (Karan Johar)। কারণ, আলিয়ার অভিনয়ে হাতেখড়ি করণের ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়েই। শুধু তাই নয়, শোনা যায়, করণের সঙ্গে আলোচনা করেই নাকি আলিয়া নানা ছবিতে সই করেন। এমনকী, রণবীরের সঙ্গে আলিয়ার প্রেমের নেপথ্যেও রয়েছে করণের কারসাজি। তবে সে সব পুরনো গল্প। কাপুর ও ভাট পরিবারে এখন খুশির হাওয়া। দীর্ঘদিন অপেক্ষার পর রণবীর ও আলিয়া যে সাত পাকে বাঁধা পড়ছেন তাতেই খুশি রণবীর ও আলিয়ার পরিজনরা। আর সেই খুশির চোটেই মেহেন্দির অনুষ্ঠানে কেঁদে ভাসালেন করণ জোহর!
হ্যাঁ, করণ ঠিক এমনটাই করেছেন। আলিয়ার হাতে মেহেন্দি পরিয়ে, ঝরঝর করে কেঁদে ফেললেন করণ। কড়া নিরপত্তায় মোড়া রণবীর ও আলিয়ার বিয়ে। বিয়েতে আসা অতিথিদের মুখে কুলুপ। তবুও নিরাপত্তা পেরিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানান ভিডিও। যেখানে দেখা গিয়েছে, হলুদ কুর্তা-পাজামা পরে করণ হাজির হয়েছেন আলিয়া ও রণবীরের মেহেন্দি অনুষ্ঠানে।
মুম্বইয়ে এখন যতো ঘটনা এবং রটনা পালি হিলের অভিজাত আবাসন ‘বাস্তু’কে ঘিরে। সেখানেই সাতপাকে বাঁধা পড়ছেন আলিয়া ভাট (Alia Bhatt) এবং রণবীর কাপুর (Ranbir Kapoor)। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে নাকি এখন সংগীতের প্রস্তুতি চলছে। বুধবার ছিল মেহেন্দি। শোনা যাচ্ছে, নিজের হাতের মেহেন্দিতে রণবীর কাপুরের নাম লেখেননি আলিয়া। তার বদলে বিশেষ একটি সংখ্যা লিখেছেন তিনি।
সূত্রের খবর মানলে, হাতের মেহেন্দির নকশায় ৮ নম্বর লিখেছেন আলিয়া ভাট। তার একটি বিশেষ কারণ রয়েছে। আট নম্বরকে লাকি মনে করেন রণবীর কাপুর। তাই একাধিকবার তাঁর টি-শার্ট, পুলওভার, টুপিতে ৮ নম্বর দেখা গিয়েছে। এমনকী প্রেমিকের ৮ নম্বর লেখা টুপি পরে আলিয়াও ক্যামেরাবন্দি হয়েছেন। তাই এই নম্বরটিই তিনি নাকি নিজের হাতে লিখে রেখেছেন।
View this post on Instagram
আলিয়া-রণবীরের কোনও ছবি এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। দুই পরিবারের তারকা সদস্য এবং কাছের বন্ধুদের ‘বাস্তু’র অন্দরে যাওয়া-আসা করতে দেখা গিয়েছে। মেহেন্দির ছবি পোস্ট করেছেন নীতু কাপুর (Neetu Kapoor)। তাঁর হাতে লেখা রয়েছে প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের নাম।
রণবীর-আলিয়ার (Ranbir Alia Wedding) বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এক পক্ষের খবর অনযায়ী দুপুরেই দুই তারকার বিয়ে হওয়ার কথা, আরেক পক্ষের দাবি, রাতের লগ্নে গাঁটছড়া বাঁধবেন ‘রণলিয়া’। প্রথমে শোনা গিয়েছিল, কৃষ্ণারাজ বিল্ডিং থেকে ‘বাস্তু’ পর্যন্ত বরযাত্রীদের নিয়ে যাবেন রণবীর। কিন্তু এখন শোনা যাচ্ছে, এর জন্য বৃহণ্মুম্বই পুরনিগমের অনুমতি পাওয়া যায়নি। তাই সমস্ত আচার, অনুষ্ঠান ‘বাস্তু’র অন্দরেই করা হচ্ছে।
View this post on Instagram
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.