Advertisement
Advertisement

Breaking News

Karan Johar

‘আপনি সমকামী তাই না?’ সপাট প্রশ্ন করণ জোহরকে, কান গরম করার মতো জবাবও এল!

বোমা ফাটালেন করণ জোহর!

Karan Johar replies to ‘are you gay’ question on Threads
Published by: Sandipta Bhanja
  • Posted:July 8, 2023 8:11 pm
  • Updated:July 8, 2023 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইনস্টাগ্রামের নতুন থ্রেড অ্যাপে গা ভাসিয়েছিলেন করণ জোহরও। অনুরাগীদের সঙ্গে কথা বলতে Ask Me Anything পর্বও করেন পরিচালক। আর সেখানেই একের পর এক গরম প্রশ্নের সম্মুখীন হতে হয় করণ জোহরকে। শাহরুখ খানের সঙ্গে ধর্মা প্রোডাকশনের কাজ থেকে শুরু করে পরিচালক হিসেবে তাঁর সবথেকে বড় আক্ষেপ, এমনকী যৌনতা নিয়েও অকপট পরিচালক।

খুব রসিকতার সঙ্গেই অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব জমিয়ে তোলেন করণ জোহর। সেখানে জনৈক আচমকাই পরিচালক-প্রযোজককে জিজ্ঞেস করেন, ‘আপনি সমকামী তাই না?’ উত্তরও এল কেতাদুরস্থ। করণ পালটা জিজ্ঞেস করলেন, ‘কেন আপনার ইচ্ছে আছে?’

Advertisement

এরপরই পরিচালক হিসেবে জীবনের বড় আক্ষেপের কথা ফাঁস করেন করণ জোহর। বলেন, আমি কখনও আমার প্রিয় অভিনেত্রী শ্রীদেবী ম্যাডামকে পরিচালনা করা কিংবা তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাইনি। আরেকজনের প্রশ্ন, শাহরুখ খানের সঙ্গে ভবিষ্যতে কি ধর্মা প্রোডাকশন কোনও কাজ করবে? এর উত্তরে করণ জোহর বলেন, “আমাকে কোনও গোপন কথা জিজ্ঞেস কোরো না। মিথ্যে বলতে পারব না।”

[আরও পড়ুন: ‘২৫ বছর কাজ না পেয়ে পাগল হয়ে গেছে’, আমিশার ‘হোমোফোবিক’ মন্তব্যে ঝাঁজালো উরফি]

আরেক ভক্তের প্রশ্ন, ২০ বছর বয়সি কোনও ছেলে যদি আপনার মতো পরিচালক হতে চায়, তার জন্য কী টিপস দেবেন? এবারেও গুছিয়ে উত্তর দেন করণ জোহর। বলেন, “কখনও নেতিবাচক লোকদের কথা শুনবে না। আত্মবিশ্বাস রাখো এবং সিনেমা নিয়ে পড়াশোনা করো এই জগতে আসার আগে।” তবে শেষ প্রশ্নে বোমা ফাটালেন করণ জোহর। পরিচালক হিসেবে সবথেকে চ্যালেঞ্জিং কী মনে হয়? প্রশ্ন গিয়েছিল তাঁর কাছে। এর উত্তরে পরিচালক-প্রযোজক বলেন, “এত্ত লোকজনের মন বোঝা এবং কখনও কখনও তাঁদের বিরক্তিকর অহংকার সামাল দেওয়া।”

[আরও পড়ুন: ‘করিনার সঙ্গে ‘লিপ-লক’-এর ভাইরাল ছবি আমাকে ধ্বংস করে দিয়েছিল’, তিক্ত স্মৃতি শাহিদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement