সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেবারে মুখ দেখাদেখি বন্ধ। যেত না ফোন, কথা বন্ধ ছিল চ্যাট বা মেসেজেও। রাগের আগুন জ্বলেছিল তিনজনের মধ্য়েই। কিন্তু কেউই কারও কাছে ঝুঁকতে নারাজ। সময় এগোতে থাকে, অভিমান জমে জমে পাহাড় হয়ে যায়। এরা তিনজন হলেন বলিউডের তিন তারকা। কাজল, করণ, করিনা।
বেশ কয়েকবছর আগের কথা। কাজল ও করিনার সঙ্গে একেবারে মুখ দেখাদেখি বন্ধ ছিল করণ জোহরের। একসময় যে দুই নায়িকার সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব ছিল। সেই করিনা ও কাজলের মুখ দর্শন নাকি করতেন না করণ। পরে অবশ্য় সব পালটে গেল। সময় মিটিয়ে দিল ক্ষত।
কফি উইথ করণে সারা আলি খান ও অনন্যা পাণ্ডেকে করণ জানালেন, ”বাবা মারা যাওয়ার পর করিনার ফোন এল। দুজনেই কিছুক্ষণ চুপ করে ছিলাম। তারপর রাতে করিনা আমার বাড়ি এল, সারা রাত গল্প করলাম। কাঁদলাম। ব্যস, সব ঠিক হয়ে গেল খুব সহজেই। করণ জানালেন, ”কাল হো না হো ছবির কাস্ট নিয়েই ঝামেলা বেঁধেছিল। করিনাই বন্ধ করেছিলেন কথা।”
কাজলের সঙ্গে সম্পর্কের বরফ গলল, করণের জীবনে দুই সন্তান আসার পর। করণ জানালেন, রুহি ও যশের ছবি কাজলকে পাঠালাম হোয়াটসঅ্য়াপে। তা দেখেই কাজলের মন গলল। তার পর নিমন্ত্রণ না পেয়েও, হাজির হলাম কাজলের জন্মদিনে। মিটল ঝগড়া। আমরা এখন সবচেয়ে কাছের বন্ধু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.