Advertisement
Advertisement
Karan Johar

টুইটার ছাড়লেন করণ জোহর, আচমকা কেন এই সিদ্ধান্ত? জল্পনা তুঙ্গে

এই সিদ্ধান্তের আগে একটিই কথা লিখেছিলেন বলিউডের প্রযোজক ও পরিচালক।

Karan Johar has bid goodbye to Twitter as he is making space for 'positive energies
Published by: Suparna Majumder
  • Posted:October 10, 2022 5:45 pm
  • Updated:October 10, 2022 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা টুইটার ছাড়লেন করণ জোহর (Karan Johar)। তার প্রোফাইল যেতেই দেখা যাচ্ছে একটি লেখা, “এই অ্যাকাউন্টটির অস্তিত্ব নেই।” কিন্তু কেন? সেই সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে টুইটার ছাড়ার আগে করণ জানিয়েছিলেন, জীবনে পজিটিভ এনার্জি চান তিনি। সেই কারণেই এই পদক্ষেপ।

Karan

Advertisement

সমালোচনা বহুদিন ধরেই করণের জীবনের অঙ্গ। তা আরও বেড়ে যায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। ‘নেপোটিজম’ অর্থাৎ স্বজনপোষণের অভিযোগ ওঠে বলিউডের প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে। করণকে নানা বাক্যবাণে বিদ্ধ করেন অভিনেত্রী কঙ্গনা রানাউতও।  তারপরও একাধিকবার করণের সিনেমা, ‘কফি উইথ করণ’ শো বয়কটের ডাক দেওয়া হয়েছে। কার্তিক আরিয়ান যখন ‘দোস্তানা ২’ সিনেমা ছাড়েন, তার জন্যও করণকে দায়ী করা হয়েছিল। এমনকী, ‘বিগ বস OTT’র সঞ্চালক হিসেবেও তাঁকে অনেকে মেনে নেননি। 

[আরও পড়ুন: ‘বিগ বস’ থেকে বের করে দেওয়া হোক সাজিদ খানকে! কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি মহিলা কমিশনের]

কিন্তু এত কিছুর পরও কখনও সোশ্যাল মিডিয়া ছাড়েননি করণ। বরং সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থেকেছেন তিনি। এখনও অবশ্য শুধু টুইটার ছাড়ার কথাই ঘোষণা করেছেন প্রযোজক-পরিচালক। এখনও পর্যন্ত তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইটি বহাল তবিয়তে রয়েছে। “জীবনে পজিটিভ এনার্জির জন্য জায়গা তৈরি করছি। এটি তার প্রথম ধাপ। গুডবাই টুইটার”, একথা তিনি শেষ বার্তার লিখেছিলেন। 

Karan-Johar

দক্ষিণী তারকা বিজয় দেবেরকোন্ডাকে নিয়ে তৈরি ‘লাইগার’ বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। কিন্তু তার পরের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ তুমুল হিট হয়েছে। তাহলে তো প্রযোজক হিসেবে করণের তেমন মনখারাপ হওয়ার কথা নয় যে টুইটার ছাড়বেন। এর নেপথ্যে আসলে কী কারণ থাকতে পারে? এই প্রশ্ন উঠছে। অনেকে মনে করছেন, এটি করণের নতুন কোনও ঘোষণার প্রস্তুতি হতে পারে। কিছুদিন আগেও ‘কফি উইথ করণ’ শোয়ের নতুন মরশুমের ঘোষণা করতে গিয়ে এমনই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। বলেছিলেন, আর ‘কফি উইথ করণ’-এর সঞ্চালনা করবেন না। কিন্তু অল্প সময়ের মধ্যেই আসল বিষয় জানা যায়। এক্ষেত্রেও তেমন কিছু হতেই পারে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: সুস্মিতাকে বৃহন্নলা হিসেবে মানায়? নিজের বায়োপিক নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিলেন গৌরী

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement