সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’ নিয়ে বাঙালি দর্শকদের মধ্যে প্রবল উন্মাদনা। কারণ এই ছবিতে আলিয়া ভাট বাঙালি পরিবারের মেয়ে রানি। যাঁর মা-বাবার চরিত্রে অভিনয় করেছেন তুখড় দুই বাঙালি অভিনেতা চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী। উপরন্তু আলিয়ার মুখে বাংলার জনপ্রিয় রাজনৈতিক স্লোগান ‘খেলা হবে’। পাঞ্জাবী পরিবারের ছেলে রকির সঙ্গে প্রেম করে হবু ‘দিদা শাশুড়ি’ জয়া বচ্চনকে বাংলা ভাষায় চ্যালেঞ্জ জানিয়েছেন পর্দার দাপুটে বঙ্গকন্যা আলিয়া। তিনিও অবশ্য বাংলারই ‘ধন্যিমেয়ে’। অতঃপর এই ছবিকে ঘিরে কলকাতার দর্শকদের যে বাড়তি কৌতূহল থাকবে তা বলাই বাহুল্য। অতঃপর দলে দলে হল ভরিয়েছেন তাঁরা ‘রকি রানি’ দেখতে। আর সেই হাউজফুল রিপোর্ট করণ জোহরের কাছে যেতেই সিনেমার ‘চন্দন চাটুজ্জ্যে ‘ ওরফে টোটা রায়চৌধুরীর মার্কশিটে ‘ফুলমার্কস’ বসালেন পরিচালক।
‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’তে টোটা এক কত্থক নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন। তিনিই কলকাতার প্রেক্ষাগৃহের উল্লাসের দৃশ্য পোস্ট করে করণ জোহর ও রণবীর সিংকে মেনশন করেন। সেটা দেখেই করণ জোহর বাঙালি অভিনেতাকে বড়সড় সার্টিফিকেট দিলেন। বললেন- “টোটা তুমি স্টার।” আর পরিচালকের তরফে এমন প্রশংসা শুনে অভিনেতাও পালটা ধন্যবাদ জানিয়ে বললেন, “শুধু আপনার জন্যই করণ স্যর। আমাকে বিশ্বাস করার জন্য চিরকৃতজ্ঞ থাকব।”
প্রসঙ্গত, এই সিনেমায় পরিচালক হিসেবে করণ নিজের ছককেই ভেঙে চুরমার করে দিয়েছেন। এতদিন যেখানে ট্র্যাডিশনাল পোশাকে পর্দায় নায়িকাদের যুগলবন্দি দেখে দর্শকরা সুখ্যাত করেছেন, সেখানে করণ জোহর তাঁর ছবিতে দুর্গাপুজোর প্রেক্ষাপটে টোটা রায়চৌধুরী আর রণবীর সিংয়ের নৃত্যশৈলীর যুগলবন্দী দেখিয়েছেন। তাও আবার ঐশ্বর্যা-মাধুরীর ‘ডোলা রে ডোলা’ গানে। আর পর্দায় সেই দৃশ্য দেখেই কলকাতার প্রেক্ষাগৃহ হাততালিতে ভরিয়ে দিয়েছেন দর্শকরা। দুই অভিনেতার এমন কত্থক যুগলবন্দীর সাক্ষী হয়তো বলিউড কিংবা টলিউড এর আগে থাকেনি। অতঃপর ছক ভাঙা এই দৃশ্য যে দর্শকদের মনে দাগ কাটতে পেরেছে, তা প্রেক্ষাগৃহের গর্ভগৃহের উল্লাস, সিটির আওয়াজ দেখেই বোঝা যায়।
MAY VERSION SI RANVEER NG DOLA RE DOLA SA ROCKY AUR RANI!?!?!? SHEEET SEATED!!!!! pic.twitter.com/oNRbbpPpOS
— em (@CH4NDRAMUKHl) July 29, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.