সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতেই ২০২০ সালে ঘটনার শেষ নেই। অভিশপ্ত এই বছর কেটে যাওয়ার প্রতীক্ষায় বিশ্ববাসী। প্রতিদিনই কোনও না কোনও খারাপ খবরের আতঙ্কে দিন কাটে। এমনই খবর শোনা গিয়েছিল মহাসপ্তমীতে। এদিনই হৃদরোগে আক্রান্ত হন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিলদেব (Kapil Dev)। দিল্লির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ক্রিকেট জগতের পাশাপাশি কিংবদন্তি ক্রিকেটারের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বলিউডের তারকারাও। বিশেষ করে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং রণবীর সিং (Ranveer Singh)।
ক্রিকেট নিয়ে বরাবরই উন্মাদনা রয়েছে শাহরুখের। কলকাতা নাইট রাইডার্স (KKR) টিম কেনার অন্যতম কারণ তাঁর এই অনুরাগ। অন্যদিকে কপিলদেবের বয়োপিক ‘৮৩’তে (83 Movie) তাঁর চরিত্রে অভিনয় করেছেন রণবীর। দুই তারকাই বেশি চিন্তিত হরিয়ানার হারিকেনের স্বাস্থ্য নিয়ে। টুইটারে কিংবদন্তি ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।
Get well sooner than soon Paaji! @therealkapildev wishing you a speedy recovery as fast as your bowling & batting. Love to you sir
— Shah Rukh Khan (@iamsrk) October 23, 2020
The Legend @therealkapildev embodies strength and resilience 💪🏽 Praying for a speedy recovery of my main man ❤️🧿🙏🏽
— Ranveer Singh (@RanveerOfficial) October 23, 2020
এদিকে হাসপাতাল থেকেই অনুরাগীদের আশ্বস্ত করেছেন কপিল দেব। টুইটারে তিনি লিখেছেন, “ভালবাসা আর শুভাকাঙ্খার জন্য সকলকে ধন্যবাদ। আমি আপনাদের প্রার্থনায় খুবই কৃতজ্ঞ এবং খুব দ্রুত সুস্থ হয়ে উঠছি।”
— Kapil Dev (@therealkapildev) October 23, 2020
দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলেছেন কপিল। করেছেন ৫২৪৮ রান, নিয়েছেন ৪৩৪টি উইকেট। এছাড়া ২২৫টি ওয়ানডে খেলে ২৫৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ৩৭৮৩ রান করেন। তবে তাঁর কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হল ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জয়। হাসপাতাল থেকে কিংবদন্তি খেলোয়াড়ের ছবি শেয়ার করেছেন চেতন শর্মা। জানিয়েছেন, এখন ‘পাজি’ ভাল আছে। আঙুল দেখিয়ে আশ্বাস দিয়েছেন কপিলও।
Kapil Pa ji is OK now after his operation and sitting with his daughter AMYA. Jai mata di.@therealkapildev 🙏🏽🙏🏽 pic.twitter.com/K5A9eZYBDs
— Chetan Sharma (@chetans1987) October 23, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.