Advertisement
Advertisement

Breaking News

Kanye West

বাথটবে নগ্ন স্ত্রী! ভিডিও পোস্ট করে নেটিজেনদের রোষানলে মার্কিন পপ তারকা

অভিযোগ, বাথটবে স্নানরত অবস্থায় স্ত্রীর নগ্ন ভিডিও তুলেছেন তারকা।

Kanye West allegedly leaked private video of wife Bianca Censori
Published by: Suparna Majumder
  • Posted:January 7, 2025 6:52 pm
  • Updated:January 7, 2025 8:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত বিতর্ক থেকে দূরে থাকতে ভালোবাসেন তারকারা। কিন্তু মার্কিন পপ তারকা কেনি ওয়েস্ট যেন নিজেই বিতর্কের পিছু ছাড়তে চান না। অভিযোগ, বাথটবে স্নানরত অবস্থায় স্ত্রীর নগ্ন ভিডিও তুলেছেন তিনি। আর সেই ভিডিও পোস্ট করে দিয়েছেন সোশাল মিডিয়ায়। তাতেই তুমুল শোরগোল।

Kanye-West-1

Advertisement

একসময় বিশ্বের বেস্ট সেলার সংগীত শিল্পীর খেতাব পেয়েছিলেন কেনি। পরে কিম কার্দাশিয়ানকে বিয়ে করে খবরের শিরোনামে আসেন। কিমের সঙ্গে বিচ্ছেদের এক বছরের মধ্যে বিয়াঙ্কার প্রেমে হাবুডুবু খেতে থাকেন ৪৬ বছরের শিল্পী। নিজের নামও বদলে ফেলেছেন তিনি। এখন নিজের পরিচয় ‘ইয়ে’ নামে দেন শিল্পী। তবে অনুরাগীদের কাছে তিনি এখনও কেনি ওয়েস্ট।

এর আগে কিম কার্দাশিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন কেনি। ২০২৩ সালের জানুয়ারি মাসে জানা যায়। ২৯ বছরের অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট ও মডেল বিয়াঙ্কা সেন্সুরিকে গোপনে বিয়ে করে ফেলেছেন কেনি। সম্প্রতি বিয়াঙ্কার জন্মদিন ছিল। সেদিনই বাথটবের নগ্ন ভিডিওটি তোলেন পপ তারকা। তা নাকি সোশাল মিডিয়ায় পোস্টও করে দেন। ভিডিও দেখে নেটিজেনদের দাবি, বিয়াঙ্কা সেই সময় নেশাগ্রস্ত ছিলেন। আর সেই সুযোগ নিয়ে ভিডিওটি তোলেন ওয়েস্ট। 

 

এর আগে নৌকায় নিতম্ব প্রদর্শনের জন্য নিন্দার মুখে পড়েছিলেন কেনি ওয়েস্ট। ২০২৩ সালে আবার ইটালির রাস্তায় কেনি ও বিয়াঙ্কার ছবি দেখে চমকে ওঠেন নেটিজেনরা। ‘ন্যুড’ পোশাক পরে কেনির সঙ্গে রাস্তায় হাঁটছিলেন বিয়াঙ্কা। স্তন যুগল ঢেকেছিলেন বালিশ দিয়ে। মনে হচ্ছিল যেন প্রায় নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটছেন ২৯ বছরের মডেল। সে সময়ও ছবি ঘিরে প্রবল বিতর্ক হয়েছিল।

Kanye-West-Wife-1

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement