সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দিকে কিছু অভিনেতা, অভিনেত্রী একা বা সঙ্গী নিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন। কেউ আবার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েও সাহায্য প্রার্থীদের ফোনের ঠেলায় মোবাইল অফ করে রেখে দিচ্ছেন। এরকম সময়ে কন্নড় সিনেমার এক অভিনেতা মানুষের পাশে দাঁড়াতে অ্যাম্বুল্যান্স চালকের ভূমিকায় অবতীর্ণ হলেন।
অর্জুন গৌড়াকে কন্নড় সিনেমার বাইরে হয়তো বিশেষ কেউ চেনেন না। সিনেমা জগতে এখনও বড় কোনও স্টার হয়ে ওঠেননি তিনি। কিন্তু করোনাকালে (Corona Virus) তিনি যে ভূমিকা পালন করছেন, তা সিনেমার পর্দাতেও অনেক হিরোকে করতে দেখা যায় না। করোনার সময় অর্জুন ঘরে বসে না থেকে রাস্তায় নেমেছেন। বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে বেঙ্গালুরুতে এখন অর্জুন অ্যাম্বুল্যান্স চালাচ্ছেন।
Kannada actor Arjun Gowda has been using his ambulance to provide services to Covid-19 patients in Karnataka. Arjun became an ambulance driver for patients suffering from the novel coronavirus. pic.twitter.com/OBY99D8XpO
— RisingIndore.news (@RisingIndore) April 30, 2021
সংবাদ মাধ্যমকে অর্জুন বলেন, “কয়েক দিন ধরে আমি এই অ্যাম্বুল্যান্স চালানোর কাজ করছি। এখনও পর্যন্ত প্রায় জনা ছয়েক মানুষের শববহন করেছি। আমরা সব সময় চেষ্টা করছি এই বিপদের সময় মানুষ যাতে একটু সাহায্য পান। মৃত ব্যক্তি যে ধর্মাবলম্বীই হোন না কেন শেষযাত্রায় যেন কোনও সমস্যায় না পড়ে তাঁর পরিবার। অর্জুনের চিন্তায় চেতনায় এই ব্যাপারটাই এখন ঘোরাফেরা করছে।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁকে সোনু সুদের সঙ্গে তুলনা শুরু করেছেন নেটিজেনরা। এর আগে করোনা আক্রান্তদের সাহায্যে প্রিয়াঙ্কা চোপড়া, জন আব্রাহাম, তাপসী পান্নু, এসএস রাজামৌলি-সহ বহু সিনেমা জাগতের মানুষ এগিয়ে এসেছেন। এবার অর্জুন এগিয়ে এলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.