সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে ভুল করে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছবি পোস্ট করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে আবার স্বাধীনতা দিবস লিখে ফেলেছিলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। ভুল তো মানুষ মাত্রই হয়ে থাকে। কিন্তু যন্ত্র? তাতেও বিভ্রাট ঘটে থাকে। ‘গুমনামী’ (Gumnaami) ছবির অভিনেতাদের তালিকায় অনির্বাণ ভট্টাচার্যর (Anirban Bhattacharya) নামের উপরে কানহাইয়া কুমারের (Kanhaiya Kumar) ছবি দেওয়া ছিল। এমনই একটি স্ক্রিনশট শেয়ার করেছিলেন সায়ন চক্রবর্তী নামের এক নেটিজেন। তা আবার রি-টুইট করেছেন ‘গুমনামী’র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)।
Was watching #Gumnaami again, the great movie that @srijitspeaketh @prosenjitbumba @tnusreec #SomnathKundu has made, but according to @Google the best is @AnirbanSpeaketh. So much so they have made you “Gumnaam” from the movie. Who is he in the photo under the name Anirban?😂 pic.twitter.com/dOzTVcVkDP
— Sayan Chakraborty (@SayanC89) January 26, 2021
উল্লেখ্য, সায়নের পোস্ট করা এই ছবি কতটা সত্য, তা যাচাই করা সম্ভব হয়নি। তবে
নিজের এই পোস্টের ক্যাপশনে নেটদুনিয়ার নাগরিক জানিয়েছেন, গুগলের সার্চ অপশনে ‘গুমনামী’ লিখে সার্চ করার পর এই দৃশ্য দেখতে পান তিনি। যদিও এখন গুগলে (Google) ‘গুমনামী’র অভিনেতাদের তালিকায় অনির্বাণের ছবিই রয়েছে।
২০১৯ সালের ২ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘গুমনামী’। ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। অনির্বাণ অভিনয় করেছিলেন গবেষক চন্দ্রচূড় ধরের চরিত্রে। এছাড়াও ছবিতে ছিলেন তনুশ্রী চক্রবর্তী, সুরেন্দ্র রঞ্জন, বিপ্লব দাশগুপ্তর মতো অভিনেতারা। নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।
Celebrate #RepublicDay with #Gumnaami re-released and playing at a theatre near you.@srijitspeaketh @prosenjitbumba @AnirbanSpeaketh @tnusreec @iindraadip #Netaji125 pic.twitter.com/HIFxCmteZP
— SVF (@SVFsocial) January 26, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.