Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

Kangana Ranaut: জ্ঞানবাপী মসজিদ বিতর্ক ইস্যুতে এবার ‘দার্শনিক’ কঙ্গনা, কী বললেন কন্ট্রোভার্সি কুইন?

নিজের সিনেমা 'ধাকড়ে'র প্রচারে বারাণসী গিয়েছিলেন কঙ্গনা রানাউত।

Kangana Ranawat speaks 'philosophically' about Gyanvapi mosque | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 19, 2022 5:32 pm
  • Updated:May 19, 2022 7:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও বিতর্কিত ইস্যু মানেই বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) তাতে মতামত দেবেনই। বলিউডে স্বজনপোষণ, নিজের বিয়ে, প্রেম, মন্দির-মসজিদ নিয়ে আলোচনা, সব কিছুতেই বিশেষজ্ঞের মতো প্রতিক্রিয়া দিয়ে থাকেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’। এবার একেবারে হাতেগরম ইস্যু জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গের অস্তিত্ব নিয়ে নানা আলোচনা-সমালোচনার মাঝে মতামত দিয়ে ফেললেন কঙ্গনা। তবে এবার আলটপকা নয়, রীতিমতো ‘দার্শনিক’ কথা শোনা গেল। ‘গ্যাংস্টার’ গার্লের কথায়, ”শিব নিরাকার, তাঁর অস্তিত্ব রয়েছে প্রতিটি কণায় কণায়।”

বুধবার তাঁর আপকামিং ফিল্ম ‘ধাকড়’-এর (Dhaakad) প্রচারে বারাণসী গিয়েছিলেন কঙ্গনা রানাউত এবং তাঁর দুই সহ-অভিনেতা অর্জুন রামপাল, দিব্যা দত্ত। সেখানে বারাণসীর মন্দিরে পুজো দেন।

Advertisement

তারপর সাংবাদিকরা তাঁকে জ্ঞানবাপী মসজিদে (Gyanvapi Mosque) শিবলিঙ্গের অস্তিত্ব, আদালতের ভিডিওগ্রাফির নির্দেশ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হয়। তাতেই কঙ্গনার উত্তর, ”মথুরায় সর্বত্র ভগবান কৃষ্ণ, অযোধ্যার প্রতিটি জায়গায় ভগবান রাম এবং কাশীর প্রত্যেক কণায় কণায় রয়েছেন ভগবান শিব। তাঁর কোনও আকারের প্রয়োজন নেই, প্রতিটি বস্তুতেই রয়েছে তাঁর অস্তিত্ব।” বলিউডের কন্ট্রোভার্সি কুইনের এহেন ‘দার্শনিক’ তত্ত্বকথা শুনে অবাক অনেকেই। সদা বিতর্কই যাঁর সঙ্গী, জ্ঞানবাপী মসজিদ নিয়ে তাঁর কথা যেন বেসুরো। অনেকের মনেই প্রশ্ন ভিড় করেছে, তাহলে কঙ্গনা আসলে কী বলতে চাইলেন?

[আরও পড়ুন: চূড়ান্ত সময়সীমা পেরলেও নিজাম প্যালেসে এলেন না পরেশ অধিকারী, এফআইআর করল CBI]

প্রসঙ্গত, বারাণসী সিভিল কোর্টের (Varanasi Civil Court) নির্দেশে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভিডিওগ্রাফি চলছিল। সেই ভিডিওগ্রাফিতে দেখা যায়, মসজিদের অন্দরের জলাশয়ে যেখানে ইসলাম ধর্মাবলম্বীরা ওজু করতেন, সেখানে একটি শিবলিঙ্গ রয়েছে। সেই তথ্য আদালতে জানান আইনজীবী বিষ্ণু জৈন। এরপরই ওই জলাশয়ের আশপাশ সিল করে দেওয়ার নির্দেশ দেয় নিম্ন আদালত। দিন কয়েক আগে একই নির্দেশ দেয় শীর্ষ আদালতও। তবে মসজিদে নমাজ বন্ধ রাখা যাবে না বলেও জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সকালে মুখবন্ধ খামে মসজিদের অন্দরের ভিডিও সার্ভের রিপোর্ট জমা পড়ে বারাণসীর আদালতে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে বিচারপক্রিয়া আর এগোয়নি এদিন। দুই আদালতেই মামলার পরবর্তী শুনানি শুক্রবার।

[আরও পড়ুন: সন্তানের জন্ম দিতে না পারায় ফোনেই তিন তালাক তরুণীকে, স্বামীর বিরুদ্ধে রুজু মামলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement