সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠৌঁটকাটা হিসেবে বলিপাড়ায় ‘বদনাম’ আছে কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেলের। এর আগে বহুবার তিনি অনেক বিষয় নিয়ে কথা বলে বিতর্কে জড়িয়েছেন। এবারও সেই সমালোচনার রাস্তা পরিষ্কার করে দিলেন রঙ্গোলি। রণবীর সিংকে রীতিমতো কটাক্ষ করলেন তিনি। আর সেই কারণে রঙ্গোলি নিজে নেটিজেনদের রোষের শিকার হলেন।
ঘটনার সূত্রপাত একটি ছবি দিয়ে। সম্প্রতি নেটদুনিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটি কোনও একজনের জন্মদিনের অনুষ্ঠানের। তখন রণবীর কাপুর, রণবীর সিং ও সোনম কাপুর ছোট। ছবিতে তাঁদের তিনজনকে একসঙ্গে দেখা গিয়েছে। এই ছবি দেখেই ক্ষেপে ওঠেন রঙ্গোলি। রণবীর সিং সাধারণত নিজেকে ‘ইন্ডাস্ট্রির আউটসাইডার’ বলে থাকেন। রঙ্গোলির মতে, এসব ডাহা মিথ্যে কথা। রণবীর মোটেই ‘আইটসাইডার’ নন। তাঁর মতে, “যারা ধনী পরিবার থেকে আসে, যাদের বাবা-মায়ের কাছে যোগাযোগ ও সুযোগ থাকে, তারা কোনওভাবেই আউটসাইডার হতে পারে না। বরং যারা ছোট গ্রাম থেকে আসে, ইংরেজি বলতে পারে না, ছোট স্কুলে পড়াশোনা করেছে, ফ্যান্সি জামাকাপড় কেনার টাকা যাদের কাছে থাকে না, তাদের সঙ্গেই খারাপ ব্যবহার করা হয়।” রঙ্গোলি এও বলেছেন, ট্যালেন্ট থাকলেও এরা কলকে পায় না।
People with rich parents who have access to connections and opportunities don’t qualify as outsiders, people coming from small villages who can’t speak English and studied in small schools, have no money to buy fancy clothes and treated badly…(contd) https://t.co/PFGPJBCCH6
— Rangoli Chandel (@Rangoli_A) January 3, 2020
(Contd)… because of these three factors even though they have huge talent and competence are the ones who need special attention and our compassion , let’s empower the underprivileged 🙏
— Rangoli Chandel (@Rangoli_A) January 3, 2020
অবশ্য রণবীর সিংয়ের বাবা-মায়ের সঙ্গে ফিল্ম দুনিয়ার যোগাযোগ না থাকলেও বলিউডের সঙ্গে অভিনেতার যোগসূত্র ছিল তিনি ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকেই। সোনম কাপুরের তিনি তুতো ভাই। সোনম কাপুরের দিদা ও রণবীরের ঠাকুরদা ভাই-বোন।
কিছুদিন আগে মহেশ ভাট ও পূজা ভাটকে নিয়ে নেটদুনিয়ায় তোপ দেগেছিলেন রঙ্গোলি চান্দেল। পূজা ভাট ও মহেশ ভাটের চুম্বনের ছবি নিয়ে তিনি বলেছিলেন, “ভাট সাহেব, বই পড়লে শুধু বড় বড় কথা বলা শেখা যায়, ভদ্রলোক তো আর হওয়া যায় না। যুবতী কন্যাকে কোলে বসিয়ে চুম্বনের ছবি তোলেন। মানুষ কাজের মধ্য দিয়েই বড় হয়। আপনি দেশের জন্য কী করেছেন? এই সব ফালতু উদারনৈতিকতা এখানে চলবে না।” যদিও রঙ্গোলির এরকম কদর্য মন্তব্যের পরও কোনও রকম প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি মহেশ কিংবা ভাট পরিবারের সদস্যদের কাউকেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.