Advertisement
Advertisement
Kangana Ranaut

কোলে ‘বেবি রানাউত’, নবরাত্রির আবহে হাসপাতাল থেকে সুখবর দিলেন কঙ্গনা রানাউত

রানাউত পরিবারে এখন খুশির হাওয়া।

Kangana Ranaut's Sister in law delivered Baby Boy | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:October 20, 2023 2:00 pm
  • Updated:October 20, 2023 2:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাই মাসেই আগাম খবর দিয়েছিলেন। এবার নবরাত্রির আবহে সুখবর দিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমন। রানাউত পরিবারে এখন খুশির হাওয়া। কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরিরা।

বলিউড সিনেপাড়া নিয়ে সবসময়ে কটাক্ষ, সমালোচনা কিংবা বিতর্কিত মন্তব্য করলেও, কঙ্গনা রানাউত আদ্যোপান্ত পারিবারিক মানুষ একজন। মুম্বই ছেড়ে বেশিরভাগ সময়েই হিমাচলে নিজের মা-বাবা, ভাইদের সঙ্গে সময় কাটান। এবার সেখান থেকেই অনুরাগীদের সঙ্গে মন ভালো করা খবর ভাগ করে নিলেন। কঙ্গনার পরিবারে খুদে সদস্যের আগমন ঘটেছে। তাই সকলেই খুশিতে ডগমগ।

Advertisement

শুক্রবার কঙ্গনা রানাউত পিসি হয়েছেন। আসলে ভাই অক্ষত রানাউতের স্ত্রী রীতুর কোল আলো করে জন্ম নিয়ে ফুটফুটে পুত্রসন্তান। আর তাকে কোলে নিয়েই পিসি কঙ্গনা, রঙ্গোলিরা আদরে ভরালেন। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে ঠাকুমার কোলেও দেখা গেল ‘বেবি রানাউত’কে।

[আরও পড়ুন: অচেনা পিচে সাহসী ব্যাটিং নন্দিতা-শিবপ্রসাদের, পুজোর আবহে টানটান থ্রিলার ‘রক্তবীজ’]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

২০২০ সালে কঙ্গনার ভাই অক্ষত রানাউতের বিয়ে হয় রিতুর সঙ্গে। জুলাই মাসে পরিবারে ধুমধাম করে হয় রিতুর ‘গোদভরাই’ অর্থাৎ সাধভক্ষণ অনুষ্ঠান। সেখান থেকেই শাড়ি-গয়নায় সেজে নিজেই সুখবর দিয়েছিলেন কঙ্গনা। যেখানে তাঁর পাশাপাশি দেখা গিয়েছিল তাঁর দিদি রঙ্গোলি রানাউতকেও। নেচেওছিলেন সকলে মিলে। এবার পিসি হলেন কঙ্গনা রানাউত।

[আরও পড়ুন: থ্রিলারে মিলায় বস্তু, সম্পর্কে বহুদূর! প্রসেনজিৎ-অনির্বাণের জমজমাট ডুয়েট ‘দশম অবতার’-এ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement