Advertisement
Advertisement
কঙ্গনা রানাউত

সীমান্তে চোখ রাঙাচ্ছে লালফৌজ, চিনা পণ্যে নিষেধাজ্ঞা জারির আরজি কঙ্গনার

ঠিক কী বললেন কঙ্গনা? জানুন।

Kangana Ranaut urges to boycott Chinese product
Published by: Sandipta Bhanja
  • Posted:June 27, 2020 5:03 pm
  • Updated:June 27, 2020 7:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের ভাষাতেই চিনের সঙ্গে বদলা নিন। লাদাখের গালওয়ান সীমান্তে যেভাবে জমি দখলের অভিযান চালাচ্ছে লাল ফৌজ, তার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন কঙ্গনা রানাউত। কোনওরকম রাখঢাক না করে সাফ জানালেন, চিনা পণ্য বয়কট করুন এবার। উল্লেখ্য, লাদাখের সোনাম ওয়াংচুকও ঠিক এভাবেই সম্প্রতি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন চিনা দ্রব্য নিষিদ্ধ করার জন্যে। যার আরজিতে সারা দিয়েছিলেন মিলিন্দ সোনম, আরশাদ ওয়ারসি, রণবীর শোরের মতো একাধিক তারকারা। এবার একইভাবে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও (Kangana Ranaut) অনুরাগীদের আরজি জানালেন চিনা পণ্য বয়কট করার জন্য।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে কঙ্গনার (Kangana Ranaut) মন্তব্য, “আমাদের শরীরের অংশ কেটে নিলে যেমন কষ্ট হবে, লাদাখ ভারতের জমি দখল করার চেষ্টায় প্রতিনিয়ত আমাদের ঠিক সেই কষ্টটাই দিয়ে চলেছে। আর দেশের এক এক ইঞ্চি জমি রক্ষার জন্য আমাদের জওয়ানরা শহীদ হলেন। আপনারা কি ভুলতে পারবেন, সেসব সন্তানহারা সেসব মায়েদের কান্না? আমাদের কি দায়িত্ব নয় তাঁদের পাশে দাঁড়ানো?”

Advertisement

[আরও পড়ুন: স্মৃতিসৌধে বদলে যাবে সুশান্তের পাটনার বাড়ি, প্রয়াত অভিনেতার নামে ফাউন্ডেশনও]

তিনি এও বলেন যে, “লাদাখে (Ladakh) যেভাবে ভারতীয় জমি দখলের চেষ্টা করছে চিন, তার বিরুদ্ধে এবার প্রত্যেক দেশবাসীকে গর্জে উঠতে হবে। একজোট হতে হবে সবাইকে। ভারতীয় সেনা জওয়ানরা যাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সীমান্তরক্ষা করছেন দেশবাসীর স্বার্থে, তাঁদের পাশে মানসিকভাবে দাঁড়াতে হবে। আর ঠিক তার জন্যেই প্রথম পদক্ষেপ হিসেবে দেশের প্রত্যেকটি মানুষকে বর্জন করতে হবে চিনা পণ্য। চিনের যে সব কোম্পানি ভারতে মুনাফা লোটার জন্য ব্যবসা ফেঁদে বসে রয়েছে, তাদের বিরুদ্ধে একজোট হতে হবে দেশবাসীকে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

“We have to stand together, unite, and collectively fight this war against China!” #अब_चीनी_बंद

A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on

[আরও পড়ুন: সুশান্তের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে একতার নামে মামলা! তীব্র নিন্দা করে মুখ খুললেন মিকা সিং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement