সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরশেষে অস্বস্তি বাড়িয়েছে ওমিক্রন (Omicron) আতঙ্ক। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বেশিরভাগে ওমিক্রন পজিটিভ কেস মহারাষ্ট্রের। সেখানে এই মুহূর্তে ওমিক্রন রোগীর সংখ্যা ৪৫০। এমন পরিস্থিতিতেই মুম্বই বিমানবন্দরে মাস্ক ছাড়া দেখা গেল কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut)।ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে সমালোচনা।
View this post on Instagram
শুক্রবার শাড়ি পরেই মুম্বই বিমানবন্দরে আসেন কঙ্গনা। কোথায় যাচ্ছিলেন অভিনেত্রী। সেই সম্পর্কে কিছু জানা যায়নি। অভিনেত্রীও পাপারাজ্জির সামনে কোনও কথা বলেননি। শুধু হেসে বিমানবন্দরের ভিতরে চলে যান। সেই ভিডিও আপলোড হতেই সমালোচনা শুরু হয়ে যায়। ভিডিওর কমেন্টবক্সে প্রশ্ন করা হয়, “কঙ্গনা দিদি আপনার মাস্ক কোথায়?” অভিনেত্রীর কি নিয়ম ভাঙার স্পেশ্যাল পারমিশন আছে? সেই প্রশ্নও করা হয়।
স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ (COVID-19) হয়েছে ১৬ হাজার ৭৬৪ জন। বৃহস্পতিবারও যা ছিল ১৩ হাজারের বেশি। একদিনে করোনার বলি দেশের ২২০ জন। তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য – দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২৭০।
ইতিমধ্যেই বলিউডের একাধিক তারকা করোনা আক্রান্ত। এঁদের মধ্যে রয়েছেন অর্জুন কাপুর, নোরা ফতেহি, রিয়া কাপুর। কিছুদিন আগে আক্রান্ত হন করিনা কাপুর, অমৃতা অরোরার মতো তারকাও। এমন পরিস্থিতিতে কঙ্গনা এভাবে মাস্ক ছাড়া প্রকাশ্যে আসায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। এমনিতে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় নানা মতামত ব্যক্ত করেন। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। আপাতত নিজের প্রযোজিত ‘টিকু ওয়েডস শেরু’ ছবির কাজ নিয়ে ব্যস্ত কঙ্গনা। নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ছবির শুটিংয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.