Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

‘ইন্দিরা গান্ধী’র পর ‘নটী বিনোদিনী’, বাঙালি পরিচালকের ছবিতে নতুন অবতারে কঙ্গনা

এই ছবির জন্য বাংলাও শিখবেন কঙ্গনা!

Kangana Ranaut to play theatre superstar Noti Binodini in Pradeep Sarkar directorial | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 19, 2022 3:07 pm
  • Updated:October 20, 2022 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক রামকমল মুখোপাধ্য়ায় রুক্মিণী মৈত্রকে নিয়ে তৈরি করছেন ‘নটী বিনোদিনী’র বায়োপিক। আর এবার নতুন খবর হল পরিচালক প্রদীপ সরকারও বিনোদিনীকে নিয়ে আরেকটি বায়োপিক তৈরি করতে একেবারে প্রস্তুত। প্রদীপ সরকারের এই বায়োপিকে ‘নটী বিনোদিনী’র চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে।

বলিউডের পর্দায় একের পর এক চ্য়ালেঞ্জ নিয়ে চলেছেন কঙ্গনা। নিজের মতো করেই বলিউডে শক্তপোক্ত জমি তৈরি করছেন। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ, জয়ললিতা, ইন্দিরা গান্ধীর পর এবার নটী বিনোদিনীর জুতোয় পা গলাবেন কঙ্গনা। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে কঙ্গনা নিজেই জানালেন, ”পরিচালক প্রদীপ সরকারের সঙ্গে বহুদিন ধরে কাজ করার ইচ্ছে ছিল। তাঁর তৈরি ছবিগুলোও আমার বেশ প্রিয়। তার উপর এমন এক ঐতিহাসিক চরিত্র। সব মিলিয়ে এই ছবিতে অভিনয় করার জন্য মুখিয়ে আছি।”

Advertisement

[আরও পড়ুন: ‘নো চাপ’! নাতির সঙ্গে জুটি বেঁধে ‘হামি ২’-র গানে বিন্দাস নাচ মদন মিত্রর, দেখুন ভিডিও ]

ইতিমধ্য়েই এমার্জেন্সি ছবিতে ইন্দিরা গান্ধী রূপে চমক দিয়েছেন কঙ্গনা। আপাতত, এই ছবিরই কাজে ব্যস্ত রয়েছেন তিনি। তার মধ্য়েই এই নতুন ছবির ঘোষণা।

প্রসঙ্গত, বিতর্ক একপাশে থাকুক। অভিনয়ে যে কঙ্গনা এখনও বাজিমাত করতে পারে তাঁর সমসাময়িকদের। তা ফের প্রমাণ করলেন কঙ্গনা । নতুন ছবি ‘এমার্জেন্সি’র প্রথম লুক প্রকাশ্যে আসতেই ফের খবরের শিরোনামে কঙ্গনা রানাউত (Kanagana Ranaut)। মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথিক লুকে ইন্দিরা গান্ধীর লুক কঙ্গনা সবার নজর কেড়ে নিলেন। মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে কঙ্গনা প্রমাণ করে দিলেন সিনেমার পর্দায় ইন্দিরা চরিত্র তাঁর জন্যই যেন তৈরি হয়েছে। তবে শুধুই অভিনয় নয়, এই ছবি কঙ্গনা তৈরি করছেন নিজের হাতে। পরিচালক সাই কবীরের হাত থেকে পরিচালনার দায়িত্ব ছিনিয়ে নিয়ে কঙ্গনাই এই ‘এমার্জেন্সি’র পরিচালক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

এরকমটি কঙ্গনা আগেও ঘটিয়েছেন। তাঁর প্রযোজনা সংস্থায় তৈরি ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’ ছবির শুটিং কিছু এগোতেই পরিচালক কৃশকে সরিয়ে নিজেই দায়িত্ব নিয়েছিলেন ছবি তৈরির। ফের পরিচালকের আসনে বসে কঙ্গনা জানান, ‘পরিচালক হিসেবে এটাই আমার দ্বিতীয় ছবি। ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে সিনেমায় পর্দায় নিয়ে আসার জন্য আমি সব দিক থেকে তৈরি। তবে এটিকে আমি ইন্দিরার বায়োপিক বলব না। বরং এই ছবি বিরাটমাপের এক পিরিয়ড ছবি।’

কঙ্গনা আরও জানিয়েছেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্দিরা গান্ধীর জীবনের অনেক কিছুই সকলের কাছে অজানা। এমার্জেন্সি ছবিতে এগুলোকেই তুলে ধরা হবে।’

[আরও পড়ুন: সদ্য শুরু হওয়া ‘রান্নাঘরের গপ্পো’ শো নিয়ে ব্যঙ্গ, নেটিজেনকে মোক্ষম জবাব সুদীপ্তার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement