Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

‘বলিউড তারকাদের আমার বাড়িতে পা রাখার যোগ্যতা নেই’, ফের বিতর্কিত মন্তব্য কঙ্গনার

বলিউডের কাউকে নিজের বন্ধু হওয়ার যোগ্যও মনে করেন না কঙ্গনা।

Kangana Ranaut thinks no Bollywood star deserves to visit her home | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 17, 2022 9:50 pm
  • Updated:May 17, 2022 9:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)। স্বভাবসিদ্ধভাবেই বলিউড তারকাদের একহাত নিলেন অভিনেত্রী। বি-টাউনের কারও যোগ্যতা নেই তাঁর বাড়িতে পা রাখার, এমনই মন্তব্য বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইনে’র।

Kangana Ranaut

Advertisement

এই শুক্রবারই সিনেমা হলে মুক্তি পাবে কঙ্গনা অভিনীত ‘ধাকড়’ (Dhaakad)। ছবির প্রচারে অভিনেত্রীর জানতে চাওয়া হয়, কোন কোন বলিউড তারকাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করবেন? জবাবে অভিনেত্রী বলেন, “বলিউডের কোনও তারকার আমার বাড়িতে পা রাখার যোগ্যতা নেই। বাড়িতে ডাকার কোনও প্রয়োজনও নেই। বাইরে দেখা হলে ঠিক আছে।”

Kangana

[আরও পড়ুন: ‘পথের পাঁচালী’র দুর্গার মতো শাড়ি পরা শিখতে হয়েছিল ‘অপরাজিত’র অভিনেত্রী অনুষাকে]

বলিউডের কাউকে নিজের বন্ধু হওয়ার যোগ্যও মনে করেন না কঙ্গনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, তাঁর বন্ধু হওয়ার যোগ্যতা কারও নেই। এমন বিতর্কিত মন্তব্য অবশ্য করেই থাকেন কঙ্গনা। কিছুদিন আগেই বলিউডের তারকাদের সিদ্ধ ডিমের সঙ্গে তুলনা করেন তিনি। সম্প্রতি জোয়া আখতারের ‘দ্য আর্চি’ ছবির টিজার প্রকাশ্যে এসেছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখকন্যা সুহানা (Suhana Khan), অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য এবং শ্রীদেবীকন্যা খুশি কাপুর। মনে করা হচ্ছে, তাঁদের বিঁধেই এমন মন্তব্য কঙ্গনার।

Kangana Ranaut compares star kids with ‘Boiled Eggs’ | Sangbad Pratidin

 

উল্লেখ্য, অ্যাকশন প্যাকড ‘ধাকড়’ সিনেমায়  স্পেশ্যাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শত্রুকে নিমেষে খুন করে ফেলতে পারে অগ্নি। প্রতিপক্ষের রক্ত ঝরানোর আগে দ্বিতীয়বার ভাবে না। যা কাজ দেওয়া হয়, তা করতে লাশের পাহাড় পেরিয়ে যেতে পারে সে। মিশন ইম্পসিবল বলে তাঁর জীবনে কিছুই নেই। এই অগ্নিকেই নারী পাচার সমস্যার সমাধান করার দায়িত্ব দেয় রিংমাস্টার ওরফে হ্য়ান্ডলার। গুরুত্বপূর্ণ এই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। অর্জুন রামপাল (Arjun Rampal) অভিনয় করেছেন রুদ্রবীরের ভূমিকায়। তাঁর সঙ্গে রোহিনী হিসেবে দেখা যাচ্ছে দিব্যা দত্তকে। এছাড়াও রয়েছেন শরিব হাসমি। 

Kangana Ranaut starrer 'Dhaakad' movie teaser is out | Sangbad Pratidin

[আরও পড়ুন: ঋতুপর্ণা অমৃতির মতো প্যাঁচালো! খরাজের মন্তব্যে তুমুল বিতর্ক, কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement