সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর রণবীর কাপুরের ‘অ্য়ানিম্যাল’ বক্স অফিসে ঝড় তুলেছিল। ব্যবসার দিক থেকে এই ছবি রেকর্ড করেছিল। তবে ছবিতে অতিরিক্ত হিংসা দেখানোর জন্য সমালোচকরা কিন্তু মোটেই ভালো চোখে দেখেননি। আর এবার সেই ছবিকে তুলোধোনা করলেন কঙ্গনা রানাউত ও ফারহান আখতার।
আর জি কর কাণ্ডে বিচার চেয়ে উত্তাল গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন বলিউডের অভিনেতা ও অভিনেত্রীরা। যার মধ্যে ছিলেন কঙ্গনা রানাউতও। দেশের এই উত্তাল অবস্থাকে সঙ্গে নিয়েই কঙ্গনা যেন গর্জে উঠলেন ‘অ্যানিম্যাল’-এর মতো হিংসাত্মক ছবির বিরুদ্ধে।
Kangana Ranaut on Animal. Now grabbing popcorn to see Vanga’s comeback on this 🍿 pic.twitter.com/394LNGnJec
— sohom (@AwaaraHoon) August 26, 2024
‘এমার্জেন্সি’ ছবির প্রচারে রণবীর কাপুরকে ঠুকে কঙ্গনা স্পষ্ট বললেন, ”দেশজুড়ে যে ভায়োলেন্স হচ্ছে, তার নেপথ্যে রয়েছে অ্যানিম্যাল-এর মতো ছবি। যেখানে নায়ক রক্তাক্ত, বন্দুক নিয়ে গুলিবর্ষণ করছেন। আর তা দেখেই সিনেমা হলে হাততালি। এই ধরনের ছবি প্রদর্শনের বিরুদ্ধে কোনও আইন নেই। আর অভিনেতাও তেমন, ভায়োলেন্সকে আনন্দ বানিয়ে ফেলেছেন!”
তবে শুধুই কঙ্গনা নন। অ্য়ানিম্যাল ছবিকে একেবারেই নাকচ করেছেন ফারহান আখতার। এক সাক্ষাৎকারে ফারহান বললেন, ”আমি কখনই এমন ছবি কাউকে দেখার জন্য বলব না। এই ছবি কোনওভাবেই আমাকে আনন্দ দেয় না। মনে হয়েছিল অ্যানিম্যাল ছবিতে রণবীর যে চরিত্রে অভিনয় করেছিল তা একেবারেই প্রবেলেমেটিক। আমি একজন পরিচালক, চিত্রনাট্যকর হয়েই বলছি এমন ছবি আমি কখনই তৈরি করব না। অন্য কাউকেও এরকম ছবি করতে বলব না। ”
রক্তাক্ত, উগ্র পৌরুষ! রণবীর কাপুরের ‘অ্য়ানিম্যাল’ ছবি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে লক্ষ্মীলাভ হলেও, অতিরিক্ত ভায়োলেন্স দেখিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তবে এসব সমালোচনাকে একেবারেই ভ্রুক্ষেপ না করে ‘অ্য়ানিম্যাল ২’ নিয়ে ভয়ংকর বার্তা দিলেন সন্দীপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাঙ্গা জানালেন, ”অ্যানিম্যাল তো কিছুই নয়। অপেক্ষা করুন। ‘অ্যানিম্যাল ২’ আরও ক্ষতরনাক হতে চলেছে। এই ছবিতে আরও রক্ত ঝরবে।”
‘অ্যানিম্যাল’ ছবি ব্লকবাস্টার হওয়ার পর থেকেই এই ছবির সিক্যুয়েল নিয়ে আগ্রহ তুঙ্গে। ‘অ্যানিম্যাল’ ছবি থেকেও ‘অ্যানিম্যাল পার্ক’ যে আরও বেশি অ্যাকশনে ভরপুর হতে চলেছে, তার ইঙ্গিত ছিল প্রথম থেকেই। এমনকী, খবর এসেছিল এই ছবিতে নাকি রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলকেও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.