Advertisement
Advertisement

Breaking News

Hrithik Kangana

‘আরিয়ান খানকে বাঁচাতে মাফিয়া পাপ্পু এসেছে’, হৃতিককে তীব্র আক্রমণ কঙ্গনার

আরিয়ানকে সাহস জোগাতে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লেখেন হৃতিক।

Kangana Ranaut slams Hrithik Roshan after his supportive post about Aryan Khan | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 7, 2021 5:33 pm
  • Updated:October 7, 2021 6:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখপুত্র আরিয়ান খানের (Aryan Khan)  পাশে দাঁড়ানোয় হৃতিক রোশনকে (Hrithik Roshan) একহাত নিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।  ইনস্টাগ্রামে হৃতিককে ‘মাফিয়া পাপ্পু’ বলে সম্বোধন করলেন তিনি। 

গত রবিবার মাদক যোগের অভিযোগে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে হৃতিক লেখেন, “জীবনটা বড় অদ্ভুত, অনিশ্চিত। আর তাই তো এত সুন্দর। জীবন তোমার দিকে বার বার চ্য়ালেঞ্জ ছুঁড়বে। কিন্তু ভগবান তাঁকেই এই চ্যালেঞ্জ দেয়, যাঁর এটা গ্রহণ করার ক্ষমতা রয়েছে। ঈশ্বর তোমাকে বেছে নিয়েছে এই কারণেই। কারণ তিনি জানেন, এত কোলাহলের মাঝেও তুমি হারবে না। আমি জানি এই সময় তোমার মধ্য়ে ঠিক কী চলছে। রাগ, ক্ষোভ, সংশয়। এগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, নিজের ভিতরের নায়ককে তুলে ধর। কিন্তু ভুলেও নিজের মধ্য়ে থেকে ভালবাসাটা দূর হতে দিও না…. আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি। এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে আরও বড় হও। দেখবে আজকে যে জটিলতা রয়েছে, পরে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। নিজেকে শক্ত রাখো, নিজের উপর বিশ্বাস রাখো। আশার আলো খুব শীঘ্রই তোমাকে আলোকিত করবে। “

Advertisement

[আরও পড়ুন: প্রমোদতরীর মাদক কাণ্ডে বিটকয়েন যোগ? বিদেশি মাদক কারবারি গ্রেপ্তারিতে বাড়ছে সন্দেহ]

এরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে হৃতিককে একহাত নেন কঙ্গনা। অভিনেত্রী লেখেন, “আরিয়ান খানকে বাঁচাতে মাফিয়া পাপ্পু এসেছে… আমরা সবাই ভুল করি কিন্তু সেগুলিকে গ্লোরিফাই করি না… আমার বিশ্বাস এই ঘটনা আরিয়ানের কাছে শিক্ষামূলক হবে এবং ভুল কাজের পরিণাম কী হতে পারে তা বোঝাবে… আশা করছি এই ঘটনা আরিয়ানকে পালটে দেবে এবং তাঁকে আরও ভাল ও সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলবে… খারাপ সময়ে কারও বিষয়ে গসিপ করা যেমন ঠিক নয়, তেমনই কোনও অপরাধই হয়নি এমন প্রবোধ কাউকে দেওয়াও অপরাধের সমান। “

Kangana Ranaut Insta Story

[আরও পড়ুন: উদ্ধার হয়নি মাদক, বিজেপি-এনসিবি’র যোগসাজশেই ধৃত শাহরুখপুত্র, বিস্ফোরক মহারাষ্ট্রের মন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement