সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের যে কোনও অভিনেত্রীর তুলনায় বর্তমানে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ঝুলিতে কাজের সংখ্যা বেশি হলেও বক্স অফিসে কিন্তু তাঁর বাজার মন্দা। ‘থালাইভি’ ডুবেছে। ৮৫ কোটির ‘ধাকড়’ বক্সঅফিসে আশার আলো দেখতে পারেনি। সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী ২’র রেজাল্টও সিনেবাজারে খুব খারাপ! এবার যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে হুঙ্কার ছেড়েছিলেন ঠিকই, তবে দেশপ্রেমের টোটকাও কাজে লাগল না! বক্স অফিসের ককপিটে ফের ব্যর্থ উড়ান কঙ্গনা রানাউতের।
‘তেজস’ মুখ থুবড়ে পড়লেও অভিনেত্রীর তেজ কিন্তু বিন্দুমাত্র কমেনি! লাগাতার ফ্লপ দিয়ে ফের শাপ-শাপান্ত শুরু করেছেন কঙ্গনা। বলছেন, “আমার খারাপ চাইলেই আপনার জীবনে দুর্ভোগ নেমে আসবে।” ৬০ কোটি টাকা বাজেটের সিনেমা তিন দিনে আয় করতে পেরেছে মোটে ৩ কোটি। আর সেই আবহেই কঙ্গনার সিনেমার রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেদর্শকদের একাংশ। তবে সেই সমালোচনা সইতে পারেননি অভিনেত্রী। অতঃপর ফের ঝাঁজালো আক্রমণ করলেন নিন্দুক, সমালোচকদের।
এবার এক্স হ্যান্ডেলে আরও একধাপ এগিয়ে একেবারে লাগামছাড়া মন্তব্য কঙ্গনা রানাউতের! লিখেছেন, “যাঁরা আমার খারাপ কামনা করছেন, তাঁরা জীবনে চিরকালের জন্য দুর্ভোগ নেমে আসবে। কারণ এরপর বাকি জীবন ধরে ওদের প্রতিটা দিন আমার সাফল্য, উত্তরণ দেখতে হবে। সেই ১৫ বছর বয়স থেকে বাড়ি ছেড়ে একা লড়ে যাচ্ছি এখনও। আমি যে নারী ক্ষমতায়ন কিংবা আমার দেশ ভারতের জন্য অনেককিছু করেছি, তার যথেষ্ট প্রমাণ আপনারা ইতিমধ্যেই পেয়েছেন। তাই তাঁদের মঙ্গলের জন্যই বলছি, আপনারা আমার ফ্যানক্লাবে যোগ দিন।”
All those who are wishing me ill, their lives will be forever miserable because they will have to see my glory every day for the rest of their lives, since I left home at the age of 15 with nothing I am consistently chiseling my own fate and there have been enough evidence that I… https://t.co/DSTFuPb2ha
— Kangana Ranaut (@KanganaTeam) October 29, 2023
প্রসঙ্গত, রবিবারই ‘X’ সাইটে আপলোড করা ভিডিওতে অভিনেত্রী বলেছিলেন, “কিছুদিন আগে আমাদের ছবি ‘তেজস’ সিনেমা হলে মুক্তি পেয়েছে যাঁরা সিনেমাটি দেখেছেন তাঁদের খুবই ভালো লেগেছে। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। কিন্তু বন্ধুরা কোভিডের পরে আমাদের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। ৯৯ শতাংশ সিনেমাকে দর্শক চান্সই দেন না।” এরপরই আবার অভিনেত্রীর সংযোজন, “আমি জানি এই আধুনিক সময়ে আমাদের সবার কাছে মোবাইল আছে, টিভি আছে। কিন্তু একসঙ্গে সিনেমা দেখা, থিয়েটার অনেক আগে থেকে আমাদের সভ্যতার গুরুত্বপূর্ণ অঙ্গ। নাচ, শিল্প, কথাকলি, লোকগান, নাটক আমাদের আমাদের সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই মাল্টিপ্লেক্সের দর্শকদের কাছে অনুরোধ করছি, যদি আপনাদের এর আগে ‘উরি’, ‘মেরি কম’, ‘নীরজা’র মতো সিনেমা ভালো লেগে থাকে তাহলে ‘তেজস’ও ভালো লাগবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.