Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

‘আমি আইটেম নই’, প্রিয়াঙ্কাকে টেনে ফের বিস্ফোরক কঙ্গনা

হঠাৎ এমন কেন বললেন কঙ্গনা?

Kangana Ranaut Says She REJECTED 'Item Song' In Ranveer-Deepika's Ram Leela
Published by: Akash Misra
  • Posted:August 26, 2024 8:52 pm
  • Updated:August 26, 2024 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেভাবেই হোক খবরে থাকতে হবে। যেভাবেই হোক বলিউডের অন্য়ান্য অভিনেত্রী ও পরিচালকদের মুণ্ডুপাত করতে হবে। হ্য়াঁ, কঙ্গনা রানাউত কিন্তু এ ব্যাপারটা খুব ভালোভাবেই বোঝেন। আর তাই হয়তো বিতর্কে থাকাটাকে একেবারে জলভাত করে ফেলেছেন বলিউডের ক্যুইন। এই যেমন দেখুন, কথা নেই, বার্তা নেই, হঠাৎ সঞ্জয় লীলা বনশালি ও প্রিয়াঙ্কা চোপড়াকে একহাত নিয়ে ফেললেন কঙ্গনা।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে কঙ্গনা রানাউতের ‘এমার্জেন্সি’। যে ছবিতে ইন্দিরা গান্ধীর অবতারে দেখা যাবে কঙ্গনাকে। এই ছবির প্রচারে এসেই প্রিয়াঙ্কা ও বনশালিকে কটাক্ষ করে বসলেন প্রিয়াঙ্কা। হঠাৎ করেই বনশালির ‘রাম লীলা’ ছবির প্রসঙ্গ টেনে কঙ্গনা জানালেন, ”বনশালি আমাকে তাঁর রাম লীলা ছবিতে আইটেম নাম্বার করার জন্য বলেছিলেন। আমি পত্রপাঠ দিয়েছি।”

Advertisement

কঙ্গনার কথায়, ”আসলে আমি মনে করি, বনশালি হোক বা অন্য কেউই, আইটেম নাম্বারের নামে মহিলাদের এভাবে দেখাতে পারে না। মহিলাদের অসম্মান করা হয়। আর এমন কাজে আমি নেই। তাই বনশালিকে না করেছি। আমাকে অনেকেই এ কারণ পাগল বলেছিল। কিন্তু ওসব সস্তা গিমিকে আমি নেই। প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা।”

অন্যদিকে, ‘এমার্জেন্সি’ ছবি মুক্তির আগেই বিতর্কে জড়াল। এই ছবিকে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’-র সভাপতি হরজিন্দর সিং ধামি। তাঁর অভিযোগ, কঙ্গনার এই ছবিতে শিখ সম্প্রদায়ের মানুষকে বিচ্ছিন্নতাকামী হিসেবে দেখানো হয়েছে। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন তিনি। উপযুক্ত পদক্ষেপের জন্য আবেদন করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে। এমনীতেই এর আগে শিখ বিরোধী মন্তব্য করায় শিখ সম্প্রদায়ের রোষানলের মুখে পড়েছিলেন কঙ্গনা। তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছিল।

‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’-র সভাপতি হরজিন্দর সিং জানিয়েছেন, কঙ্গনা পরিচালিত ও অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবিটিতে শিখ সম্প্রদায়কে ঘাতক হিসেবে চিত্রায়িত করা হচ্ছে। যা কিনা এই সম্প্রদায়ের মানুষদের মূল্যবোধে আঘাত হানে। এমার্জেন্সি ছবি মুক্তি পাওয়া একেবারেই উচিত নয়। এই ছবি শিখ বিরোধী তথা পাঞ্জাব বিরোধী কথা বলে।

দেশ না সিংহাসন, কোনটা বেশি জরুরী? ‘এমার্জেন্সি’র ট্রেলারে সেই প্রশ্ন তুলেই ঝাঁজাল কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ইন্দিরা গান্ধির আমলে সত্তরের দশকে গোটা ভারত যে জরুরী অবস্থার সাক্ষী হয়েছিল, সেই ঝলক তুলেই ট্রেলার (Emergency Trailer) প্রকাশ্যে আনলেন অভিনেত্রী সাংসদ। দেশের গণমাধ্যমের কন্ঠস্বর যেভাবে রোধ করা হয়েছিল, সেই ঘটনা তুলে ধরেই ‘এমার্জেন্সি’ পর্বকে ‘গণতন্ত্রের কালো অধ্যায়’ বলে সম্বোধন করলেন কঙ্গনা।

প্রসঙ্গত, ‘এমার্জেন্সি’ ছবিতে ইন্দিরা গান্ধির ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত। মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথটিক লুকে ট্রেলারে একেবারে চমকে দিলেন অভিনেত্রী। আড়াই মিনিটের ট্রেলারে তরুণী ইন্দিরার দাপুটে উত্থান। ‘জননেত্রী’ হওয়ার গোড়ার দিকে বাবা জওহরলাল নেহরুর সঙ্গে তৈরি হওয়া দূরত্বের ঝলকও দেখা গেল। তাঁর দীর্ঘ কর্মজীবন জুড়ে প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া ইন্দিরা গান্ধী কিভাবে সেসব ঘটনার রাশ একা হাতে রেখেছিলেন, ট্রেলারে সেই ঝলকও দেখা গেল।

অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় দেখা গেল শ্রেয়স তলপড়েকে। স্যাম মানেকশর চরিত্রে মিলিন্দ সোমান, জয়প্রকাশ নারায়ণ হিসেবে দেখা গেল অনুপরম খেরকে। প্রয়াত অভিনেতা উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের ভূমিকায় দেখা গেল সতীশ কৌশিক। ‘এমার্জেন্সি’ পরিচালনার দায়ভার নিজের হাতেই রেখেছিলেন কঙ্গনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement