Advertisement
Advertisement
Kangana Ranaut

‘ছেলে দেখলেই পেটাই, তাই আমার বিয়ে হচ্ছে না!’ বিস্ফোরক কঙ্গনা

সম্পর্ক ব্যাপারটা বরাবরই কঙ্গনার কাছে বেশ জটিল!

Kangana Ranaut says she is unable to get married because of ‘rumours’ | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 12, 2022 4:32 pm
  • Updated:May 12, 2022 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনা (Kangana Ranaut) আর তাঁর প্রেম। বরাবরই নানা বিতর্কে ঘেরা। কখনও শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন। অধ্যয়নের সঙ্গে ব্রেকআপের পর তো বলিউডে কঙ্গনা পেলেন নতুন নাম ডাইনি। সৌজন্যে খোদ শেখর ও তাঁর ছেলে অধ্যয়ন। সে পর্ব মিটতে না মিটতেই কঙ্গনার জীবনে ঢুকে পড়লেন হৃতিক রোশন। কঙ্গনার দাবি, হৃতিক নাকি তাঁকে সব দিক থেকে ব্যবহার করেছেন। এমনকী, কঙ্গনাকে নাকি নোংরা ইমেলও করতেন রাকেশ রোশনপুত্র। সেই নিয়ে এখনও হৃতিকের সঙ্গে ঠান্ডা লড়াই চালিয়ে যাচ্ছেন ‘কুইন’ ছবির অভিনেত্রী। তবে এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ‘মি টু’ ক্যাম্পেনে কঙ্গনা যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন অভিনেতা আদিত্য পাঞ্চলির বিরুদ্ধে। সুতরাং পুরুষ ও প্রেম ব্যাপারটা কঙ্গনার কাছে বরাবরই বিষের সমান। আর সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই কঙ্গনা সোজা জানালেন, আমার নামে অনেক কিছু রটে গিয়েছে। যার জন্যই আমার বিয়ে হচ্ছে না!

আর কী বললেন বলিউডের মণিকর্ণিকা?

Advertisement

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, ‘আসলে সংবাদ মাধ্যম আমার নামে অনেক কিছু রটায়। আমি নাকি ছেলেদের ধরে পেটাই। আমি নাকি পুরুষ বিদ্বেষী। এটা রটে গেলে কে আমাকে বিয়ে করবে বলুন তো! আমি খুবই ধর্মপরায়ণ একজন মানুষ। ঝগড়া, অশান্তি থেকে দূরেই থাকি। ভালবাসা, প্রেম আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব সাধারণ মানুষ।’

Kangana Ranaut reacts to the Hindi language debate

[আরও পড়ুন: দুবাইয়ের সৈকতে বিকিনিতে দেবলীনা, পাশে অভিনেতা ঋষভ! প্রেম করছেন অভিনেত্রী? ]

প্রেম, বিয়ে কঙ্গনার জীবনের থেকে এখনও অনেক দূরে। কিন্তু এই কঙ্গনাই একবার মন খুলে পছন্দের পুরুষের কথা বলেছিলেন। স্পষ্ট জানিয়ে ছিলেন কেমন স্বামী তাঁর পছন্দ। কঙ্গনার কথায়, সেনাবাহিনীর উর্দি পরা ভারতীয় সৈনিকদের যেমন আকর্ষণীয় লাগে, তেমনই দারুণ ব্যক্তিত্বপূর্ণ বলেই মনে হয়। তাই এমন পুরুষের সঙ্গেই জীবন কাটাতে চাই।’

Kangana Ranaut

[আরও পড়ুন: ‘অপরাজিত’র বিদেশ যাত্রা, লন্ডন ও টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে অনীক দত্তর ছবি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement