সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর অসুস্থ মায়ের ওপেন হার্ট সার্জারি করতে চেয়েছিলেন ডাক্তাররা। কিন্তু সেসব করার দরকার পড়েনি। আরোগ্যের পথ দেখিয়েছিল যোগাসনই (Yoga)। সোমবার আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day)। তার আগে ইনস্টাগ্রামে নিজের পরিবারের উপরে যোগাসনের প্রভাব নিয়ে পোস্ট করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আর সেখানেই এমন দাবি করতে দেখা গেল অভিনেত্রীকে।
ঠিক কী লিখেছেন কঙ্গনা? তিনি জানিয়েছেন, তাঁর মায়ের ডায়াবেটিস ও থাইরয়েড ধরা পড়েছিল। সেই সঙ্গে কোলেস্টেরল পৌঁছে গিয়েছিল ৬০০-তে। এই পরিস্থিতিতে মা’কে যোগাসন করার কথা বলেন কঙ্গনা। তাঁর কথায়, ‘‘আমি মা’কে বলেছিলাম আমাকে ২ মাস সময় দাও। প্লিজ, আমি তোমার হৃদয়কে বিদীর্ণ হতে দিতে চাই না। মা আমাকে বিশ্বাস করেছিল। আর শেষ পর্যন্ত নিরলস সাধনার মধ্যে দিয়ে আমি সাফল্য পাই। ওঁর কোনও ওষুধ লাগেনি। কোনও অসুস্থতাও নেই। বরং মা’ই এখন এই পরিবারের সবচেয়ে স্বাস্থ্যবান ও ফিট মানুষ।’’
View this post on Instagram
কেবল তাঁর মা’ই নন, বাবার হাঁটুর ব্যথা ও অসুখও যোগাসনের মাধ্যমেই তিনি সারিয়ে তুলেছেন বলে জানাচ্ছেন কঙ্গনা। এখন তাঁর পরিবারের সব সদস্যরাই সকালে উঠে যোগাসন করেন বলে দাবি বলিউডের জনপ্রিয় নায়িকার। এখনও প্রতিদিন সকালে মান্ডিতে তাঁদের বাড়ির সঙ্গে কথা হলেই কঙ্গনা জিজ্ঞেস করেন, তাঁরা যোগাসন করেছেন কিনা।
তাঁর পোস্টে কঙ্গনা আরও জানিয়েছেন, ‘‘আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমার পরিবারকে সবচেয়ে বড় যে উপহারটা আমি দিয়েছি তা যোগাসন। আজও ওঁরা আণাকে মান্ডির বাড়ি থেকে ওঁদের যোগাসন করার ছবি পাঠিয়েছেন।’’
প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে তাঁর জীবনে যোগাসনের প্রভাবের কথা জানিয়েছিলেন কঙ্গনা। জানিয়েছিলেন, কীভাবে একের পর এক ছবিতে ডিপ্রেশনের শিকার হওয়া চরিত্রে অভিনয় করতে করতে জীবনের প্রতি ভরসা হারিয়ে ফেলছিলেন তিনি। সেই সময়ই তাঁর গুরুজি তাঁকে যোগাসনের পথে নিয়ে আসেন এবং জীবনের মুক্তির পথ বাতলে দেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.