Advertisement
Advertisement

আগামী বছর সাধারণতন্ত্র দিবসে ‘পাঙ্গা’ নিতে আসছেন কঙ্গনা

ব্যাপারটা কী?

Kangana Ranaut releases first look of Panga.
Published by: Sandipta Bhanja
  • Posted:March 7, 2019 8:53 pm
  • Updated:March 7, 2019 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল কঙ্গনা রানাওয়াতের ‘মণিকর্ণিকা’। তিনি বোধহয় পরের বছরও এই একই ট্রেন্ড অনুসরণ করতে চান। কারণ, ২০২০-র সাধারণতন্ত্র দিবসের শ্লট তিনি ইতিমধ্যেই বুক করে ফেলেছেন তাঁর আসন্ন ছবি ‘পাঙ্গা’র জন্য। বৃহস্পতিবারই মুক্তি পেল ছবির ফার্স্ট লুক৷ 

[রণবীরের সঙ্গে ‘বদলা’ নিতে ব়্যাপ গাইলেন বিগ বি!]

২০১৮ সালেই ‘পাঙ্গা’র কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী। ছবিতে কঙ্গনাকে দেখা যাবে এক কবাডি খেলোয়াড়ের ভূমিকায়। কঙ্গনার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন জসসি গিল। পরিচালনা করবেন অশ্বিনী আইয়ার তিওয়ারি। এর আগে যিনি ‘বরেলি কি বরফি’র পরিচালনা করেছেন। এই ছবি বলবে এক মেয়ের জীবনের দ্বিতীয় সুযোগ পাওয়ার কাহিনি। কঙ্গনা এবং জসসি ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলিপাড়ার দুই তাবড় অভিনেত্রী রিচা চড্ডা এবং নীনা গুপ্তাকে। আর সেই ছবিরই ফার্স্ট লুক মুক্তি পেল বৃহস্পতিবার। ছবিতে কঙ্গনা এবং জসসি বেশ আমুদি আমেজে ধরা দিয়েছেন। ‘পাঙ্গা’র প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিও। কবাডি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করছেন ঠিকই৷ তবে কঙ্গনাকে এখানে পুরোপুরি দেশি অবতারে দেখা যাবে, জানা গিয়েছে এক ঘনিষ্ঠ সূত্রে। ছবির ফার্স্ট লুক প্রকাশ করে ‘পাঙ্গা’র পরিচালক জানিয়েছেন, ‘‘ছবি মুক্তি পাবে ২০২০ সালের ২৪ জানুয়ারি।’’

Advertisement

[ভিন্ন লুকে সৌন্দর্যের নতুন সংজ্ঞা দিলেন সোনালি]

সম্প্রতি, নিজের বায়োপিক তৈরির ইচ্ছেও প্রকাশ করেছেন কঙ্গনা। এছাড়াও, মুক্তির অপেক্ষায় কঙ্গনা অভিনীত ‘মেন্টাল হ্যায় কেয়া?’। এ ছবিতে বলিপাড়ার ‘বিতর্কিত কুইন’-এর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement