সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) তথাকথিত নিরাপত্তার গলদ কাণ্ডে তোলপাড় পাঞ্জাব (Punjab)। কংগ্রেস ও গেরুয়া শিবিরের মধ্যে শুরু হয়ে গিয়েছে তির চালাচালি। এই পরিস্থিতিতে এবার প্রতিবাদে মুখর হলেন ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। পাঞ্জাবকে ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ বলে ক্ষোভ উগরে অভিনেত্রী দাবি করলেন, এর জন্য মূল্য চোকাতে হবে গোটা দেশকে।
কী লিখেছেন কঙ্গনা? ইনস্টাগ্রামে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে লিখতে দেখা গিয়েছে, ‘‘পাঞ্জাবে যা হয়েছে তা লজ্জাজনক। মাননীয় প্রধানমন্ত্রী একজন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নেতা/ প্রতিনিধি/ ১৪০ কোটি ভারতীয়র কণ্ঠস্বর। তাঁর প্রতি আক্রমণ মানে প্রতিটি ভারতীয়র উপরে আক্রমণ- এটা আমাদের গণতন্ত্রের উপরই হামলা। পাঞ্জাব সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে উঠছে। আমরা এখনই ওদের না থামালে দেশকে সেজন্য বড় মূল্য চোকাতে হবে।’’
ঠিক কী হয়েছিল পাঞ্জাবে? বুধবার ভোটমুখী পাঞ্জাবে সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাতিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুর যাওয়ার পথে বিক্ষোভের জেরে প্রায় মিনিট কুড়ি একটি ফ্লাইওভারে আটকে থাকতে হয় প্রধানমন্ত্রীকে। এই ঘটনাতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যের হাই প্রোফাইল তদন্ত কমিটি গড়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
বহুদিন ধরেই প্রধানমন্ত্রী মোদি ও শাসক দল বিজেপির একনিষ্ঠ ‘ভক্ত’ কঙ্গনা। এর আগেও তিনি একাধিক ইস্যুতে কেন্দ্রকে সমর্থন করেছেন। পাঞ্জাবের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিও আগেই প্রকাশ্যে এসেছিল। কৃষক আন্দোলনের সময় তিনি অভিযোগ করেছিলেন, এই আন্দোলনে খালিস্তানিরা জড়িত।
এই মুহূর্তে ‘টিকু ওয়েডস শেরু’ ছবি নিয়ে ব্যস্ত কঙ্গনা। নওয়াজউদ্দিন সিদ্দিকি ও অবনীত কাউরের সঙ্গে এই ছবিতে অভিনয় করবেন তিনি। এছাড়াও ‘ধকড়’ ছবিতেও দেখা যাবে তাঁকে। ২০২১ সালে একের পর এক বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা রানাউত। কখনও দেশের স্বাধীনতা নিয়ে মন্তব্য করে নেটিজেনদের রোষানলে পড়েছিলেন অভিনেত্রী, তো কখনও ঝামেলায় জড়িয়েছেন গীতিকার জাভেদ আখতারের সঙ্গে। নতুন বছরে পাঞ্জাব নিয়ে করা মন্তব্য থেকে কোনও বিতর্ক শুরু হয় কিনা সেটাই এখন দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.