Advertisement
Advertisement
Kangana Ranaut

‘পাঞ্জাবে সন্ত্রাস বাড়ছে’, চড় কাণ্ডে বিস্ফোরক কঙ্গনা! ‘ক্যুইন’-এর পাশে মাণ্ডির পরাস্ত ‘রাজা’ বিক্রমাদিত্য

মাণ্ডির ভাবী বিজেপি সাংসদকে চড় মারার পর মুখ খুলেছেন ওই মহিলা জওয়ানও। কী বললেন?

Kangana Ranaut reacts to Alleged Slap At Airport, Vikramaditya Singh also protests
Published by: Sandipta Bhanja
  • Posted:June 6, 2024 8:02 pm
  • Updated:June 7, 2024 3:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে নামতেই কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) সপাটে চড় মারার অভিযোগ উঠেছে এক মহিলা জওয়ানের বিরুদ্ধে। জানা গিয়েছে, কঙ্গনাকে চড় মারা ওই কর্তব্যরত জওয়ান আদতে পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা। নাম কুলবিন্দর কৌর। কৃষক আন্দোলনকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ করার জেরেই কঙ্গনা রানাউতকে তিনি চড় মেরেছেন বলে জানিয়েছেন। ঘটনার পরই কুলবিন্দরকে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, ভাবী সাংসদকে শারীরিক হেনস্তা করার অভিযোগে এফআইআরও দায়ের হয়েছে পাঞ্জাবি ওই মহিলার বিরুদ্ধে।

এদিকে ঘটনার পরই মুখ খুললেন কঙ্গনা রানাউত। তাঁর প্রথম প্রতিক্রিয়া, “আমি সুরক্ষিত রয়েছি। সিকিউরিটি চেকিংয়ের সময়ই এই ঘটনা ঘটে। আমার কাজ শেষ হওয়া অবধি ওই মহিলা অপেক্ষা করছিলেন যে কখন আমি ওঁর সামনে দিয়ে যাব। এরপর আচমকাই পাশ থেকে আমার গালে চড় পড়ল। আমাকে হেনস্তা করা হয়েছে। আমি যখন ওই মহিলা জওয়ানকে জিজ্ঞেস করলাম, কেন উনি এই কাজ করলেন? উনি পালটা কৃষক আন্দোলনের কথা টেনে আনলেন।” এখানেই শেষ নয়! কঙ্গনার আরও বিস্ফোরক সংযোজন, “আমি উদ্বিগ্ন পাঞ্জাবে বাড়তে থাকা সন্ত্রাস নিয়ে। কী করে এদের সামলাব আমরা?”

Advertisement

Advertisement

একুশ সালে মাসখানেক ধরে জারি থাকা দিল্লির রাজপথে পাঞ্জাবের কৃষক আন্দোলনের বিরোধিতা করে পর পর আক্রমণাত্মক টুইট করেছিলেন কঙ্গনা রানাউত। আন্দোলনরত কৃষকদের কখনও ‘খলিস্তানি’, কখনও ‘সন্ত্রাসবাদী’ বলেও তোপ দেগেছিলেন। এমনকী, বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার কথা যখন ঘোষণা করলেন নরেন্দ্র মোদী, তখনও কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন বলিউড অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই কঙ্গনার বিরুদ্ধে বেজায় চটেছিলেন শিখ সম্প্রদায়ের একাংশ। যার জেরে অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। শুধু তাই নয়, পাঞ্জাবে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল কঙ্গনাকে। তাঁর গাড়ি ঘেরাও করে সেইসময়ে বিক্ষোভ প্রদর্শনও করেন কৃষকরা। সেই রাগের বশেই কঙ্গনাকে সপাটে চড় মারেন চণ্ডীগড় বিমানবন্দরে কর্তব্যরত এক মহিলা CISF জওয়ান। মাণ্ডির ভাবী বিজেপি সাংসদকে চড় মারার পর মুখ খুলেছেন ওই মহিলা জওয়ানও। 

[আরও পড়ুন: বিমানবন্দরে কঙ্গনাকে ‘চড়’ মহিলা জওয়ানের, কৃষক আন্দোলনকে ‘খলিস্তানি’ বলার জের!]

কেন এমন কাণ্ড ঘটালেন তিনি? প্রশ্নের মুখে পড়তেই তাঁর সপাট জবাব, “কঙ্গনা বলেছিলেন ১০০ টাকার জন্য কৃষকরা ওখানে বসে আছে। উনি কি গিয়ে বসেছিলেন সেখানে? কঙ্গনা যখন এহেন কটুক্তি করছিলেন কৃষক আন্দোলন নিয়ে, তখন আমার মা শামিল ছিলেন ওই প্রতিবাদে।” সংশ্লিষ্ট ঘটনায় মুখ খুলেছেন মাণ্ডি লোকসভা কেন্দ্রে কঙ্গনা রানাউতের কাছে বিপুল ভোটে পরাস্ত ‘রাজা’ বিক্রমাদিত্য সিংও (Vikramaditya Singh)। ঘটনার তীব্র নিন্দা করে তাঁর মন্তব্য, “এটা একেবারেই অনভিপ্রেত ঘটনা। কারও সঙ্গে এমন হোক, চাই না। বিশেষ করে এরকম কোন মহিলার সঙ্গে যিনি বর্তমানে সংসদের সদস্য। কৃষক আন্দোলন নিয়ে হয়তো ওই মহিলা জওয়ানের মধ্যে ক্ষোভ জমেছিল কিন্তু কাউকে এভাবে হেনস্তা করাটা দুর্ভাগ্যজনক। এহেন ঘটনার বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নিক।”

[আরও পড়ুন: ‘আমাকে জেলে ঢুকিয়ে দিন’, ঘাটালে হেরে কোন অপরাধের শাস্তি চাইছেন হিরণ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ