Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

বিরাটের মেয়েকে নিয়ে ডেটে যেতে চায় শিশু! ছবি ভাইরাল হতেই জোর ধমক কঙ্গনার

কী বললেন কঙ্গনা?

Kangana Ranaut reacts to a little kid asking Virat Kohli-Anushka Sharma’s daughter Vamika on a date| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 20, 2023 8:13 pm
  • Updated:April 20, 2023 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস, তিলকে কীভাবে তাল বানাতে হয় তা বেশ ভালই জানেন কঙ্গনা রানাউত। তাই তো সামান্য একটা বিষয়কেও এমনভাবে সামনে নিয়ে আসেন, যেন তা একটা বড়সড় বোমা! হ্য়াঁ, সম্প্রতি ভাইরাল হওয়া ছোট্ট একটি বাচ্চার কীর্তিকেও রং চড়ালেন বলিউডের কন্ট্রোর্ভাসি কুইন।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, একটি বাচ্চার হাতে একটি প্ল্যাকার্ড। যেখানে লেখা, বিরাট আঙ্কেল আমি আপনার মেয়ে ভামিকাকে ডেটে নিয়ে যেতে পারি? আইপিএল চলাকলীন বাচ্চার এই পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু করে। আর এই পোস্ট নিয়েই যত আপত্তি কঙ্গনা রানাউতের। কঙ্গনার দাবি, এই ধরনের পোস্ট কু-শিক্ষাকেই তুলে ধরে।

Advertisement

[আরও পড়ুন: পামেলা চোপড়ার প্রতি শ্রদ্ধা,’কিসি কা ভাই কিসি কি জানে’র প্রিমিয়ার বাতিল করলেন সলমন]

কঙ্গনার তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ” শিশুদের এ সব ফালতু কথা বার্তা শেখাবেন না। এতে আপনি আধুনিকমনস্ক বা কুল হয়ে যান না। বরং আপনি নিজের অশ্লীল ও বোকা মনবৃত্তির পরিচয় দেন।”

কঙ্গনার এরকম পোস্টকে অনেকে সমর্থন করলেও, বেশ কয়েকজন একেবারেই কটাক্ষ করেছেন অভিনেত্রীকে। অনেক নেটিজেনের মনে করেন, কঙ্গনা সব কিছু নিয়েই একটু বাড়াবাড়ি করছেন।

[আরও পড়ুন: বাদল অধিবেশনে সিনেম‌াটোগ্রাফ বিল পেশ, পাইরেসি আটকাতে বড় সিদ্ধান্ত কেন্দ্রের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement