ছবি : ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই রামলালার মূর্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই অযোধ্যা নগরীতে (Ayodhya) পৌঁছলেন কঙ্গনা রানাউত। রামজন্মভূমিতে পা দিয়েই বলিউড অভিনেত্রীর মন্তব্য, “নিশ্চয় পূর্বজন্মে কোনও পুণ্য করেছিলাম। তাই এমন সুযোগ পেলাম।” শুধু তাই নয়, অযোধ্যাকে হিন্দুদের ভ্যাটিক্যান সিটি বলেও আখ্যা দিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
শুক্রবার রামমন্দির (Ram Lala Idol) থেকে কষ্টিপাথরের মূর্তির ছবি প্রকাশ্যে আসতেই, উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন কঙ্গনা রানাউত। তাঁর শৈশবের কাল্পনিক রামলালার সঙ্গে নাকি মন্দিরের ‘মর্যাদা পুরুষোত্তমে’র মিল খুঁজে পেয়েছেন তিনি। আর শনিবার অযোধ্যা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বললেন, “যাঁরা রামজন্মভূমিতে আসবেন, তাঁদের পুণ্য হবে। এটাই আমাদের দেশের সবথেকে বড় তীর্থক্ষেত্র। ঠিক যেমন ভ্যাটিক্যান সিটি। অযোধ্যা ধাম আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা ভাগ্যবান যে ভগবান শ্রীরাম এখানে তাঁকে পুজো দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আবার এরকম মুর্খ লোকেরাও রয়েছে, যারা এখানে আসবে না। ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠার সঙ্গেই রাম রাজ্যের প্রতিষ্ঠা হবে।”
#WATCH | Ayodhya, UP: On Ram Mandir Pran Pratishtha, actor Kangana Ranaut says, “People who visit Ayodhya Dham, earn a lot of virtue. It is our biggest ‘Dham’ like Vatican City has importance in the world, similarly, Ayodhya Dham is important for us. We are fortunate that Lord… pic.twitter.com/5E8yPunOe7
— ANI (@ANI) January 20, 2024
রামলালার প্রাণপ্রতিষ্ঠার (Ram Mandir Consecration) দিন দুয়েক আগেই অযোধ্যায় অভিনেত্রী। কঙ্গনা এও বলেন যে, “আমি তো শ্রীরামের ভক্ত। রামায়ণের ভক্ত। রামের কথারও ভক্ত। আর আমি আজকে কতটা খুশি আন্দাজ করতে পারবেন না। এটা গণআন্দোলনের সাফল্য। তাই কোনও একজনের কথা বলব না। সারা ভারত একসঙ্গে জড়ো হয়েছে, তাই তো আজকে আমরা এই দিন দেখতে পেরেছি। আমার আগের জন্মের পুণ্যের ফল আমি অযোধ্যা রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি।”
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.