Advertisement
Advertisement

Breaking News

Kangana-Aryan

স্বজনপোষণের কটাক্ষ নয়, শাহরুখপুত্র আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা, কী লিখলেন?

ইনস্টাগ্রাম স্টোরিতে আরিয়ানের প্রথম কাজের খবর শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।

Kangana Ranaut praises SRK's son Aryan Khan for choosing direction over acting
Published by: Suparna Majumder
  • Posted:November 20, 2024 12:01 pm
  • Updated:November 20, 2024 12:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বজনপোষণ নিয়ে বারবার সরব হয়েছেন কঙ্গনা রানাউত। নাম না করেও করণ জোহর, আলিয়া ভাটদের নিজের বাক্যবাণে বিঁধেছেন। তবে শাহরুখ খানের বড়ছেলে আরিয়ান খানকে নিয়ে বেজায় খুশি বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। সেই খুশি এবং উচ্ছ্বাস তিনি জাহির করলেন সোশাল মিডিয়ার মাধ্যমে।

যে কঙ্গনা নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন তিনি শাহরুখপুত্রর বলিউড ডেবিউ নিয়ে উচ্ছ্বসিত। কারণ আরিয়ান খান বাবার মতো অভিনয়ের গ্ল্যামার বেছে নেননি। তার বদলে তিনি ক্যামেরার নেপথ্যে থাকার পথ বেছে নিয়েছেন নিজের ফিল্মি কেরিয়ারের শুরুর জন্য। আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ। যা প্রযোজনা করছেন শাহরুখের রেড চিলিস এন্টারটেনমেন্ট। প্রযোজনায় অংশীদার গৌরী খানও। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে খোদ শাহরুখ এই সুখবর জানান।

Advertisement

 

এর পরই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে খবরটি শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘এটা একটা দারুণ ব্যাপার যে ফিল্মি পরিবারের সন্তানরা শুধুমাত্র মেকআপ করা, ওজন কমানো, সাজগোজ করে পুতুল সাজা এবং নিজেদের অভিনেতা-অভিনেত্রী ভাবা ছাড়াও আরও কিছু করছে। এই সময়ের দাবি মেনে আমাদের সমবেতভাবে ভারতীয় সিনেমার গুণমান আরও বৃদ্ধি করা প্রয়োজন।’

Kangana Insta Story

এর পরই আবার অভিনেত্রী, পরিচালক তথা প্রযোজক লেখেন, ‘যাঁদের কিছু করার সামর্থ রয়েছে তাঁরা বেশিরভাগ সময়ই সহজ রাস্তা বেছে নেন। ক্যামেরার নেপথ্যে আমাদের আরও মানুষ দরকার। আরিয়ান খান যে এই স্বল্প চেনা পথটি বেছে নিয়েছেন তা দেখে ভালো লাগছে। পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তাঁর প্রথম কাজ দেখার অপেক্ষায় রইলাম।’

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement