Advertisement
Advertisement
Kangana Ranaut

‘যত বড়ই স্টার হোক, মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়!’ আল্লু অর্জুনের গ্রেপ্তারি নিয়ে ঝাঁজাল কঙ্গনা

অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান আল্লু অর্জুন।

Kangana Ranaut on Allu Arjun's arrest
Published by: Akash Misra
  • Posted:December 13, 2024 8:20 pm
  • Updated:December 13, 2024 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আল্লু অর্জুনের খুব বড় ফ্যান কঙ্গনা রানাউত। তা বলে অন্যায় হলে কঙ্গনার কাছে সবাই সমান। তা সে সুপারস্টার হোক বা সাধারণ মানুষ। আর তাই তো আল্লু অর্জুনের গ্রেপ্তারি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে রীতিমতো গর্জে উঠলেন বলিউড ক্য়ুইন।

এক সংবাদমাধ্যমকে কঙ্গনা জানালেন, ”আল্লু অর্জুনের গ্রেপ্তারের ঘটনা সত্য়িই খুব হতাশাজনক। আল্লুর খুব বড় ভক্ত আমি। তবুও বলতে চাই, মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়। তারকা হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। সেটাকে এড়িয়ে যাওয়া উচিত নয়। তাই এই ঘটনার সঙ্গে জড়িত সবাই দোষী। শুধু আল্লু অর্জুন নয়।”

Advertisement

ডিসেম্বর মাসের ৪ তারিখ হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। সেই অভিযোগেই তারকাকে গ্রেপ্তার করা হয়। তাঁকে তোলা হয় আদালতে। ১৪ দিনের জেল হেফাজত হয় দাক্ষিণাত্যের সুপারস্টারের। এর পরই টুইস্ট। জেল হেফাজতের কিছুক্ষণের মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান আল্লু অর্জুন। তেলেঙ্গানা হাই কোর্ট তাঁর এই জামিন মঞ্জুর করেছে।

এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওঁর তো কোনও হাত নেই।” প্রসঙ্গত, মহিলার মৃত্যুর খবর কানে যেতেই ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছিলেন আল্লু। মৃতার পরিবারকে নাকি তিনি ২৫ লক্ষ টাকাও দেওয়ার আশ্বাস দেন। তাঁর আহত ছেলের চিকিৎসার দায়িত্বও বহন করেন সুপারস্টার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement