সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলায় যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল। ইজরায়েল (Israel) ও প্যালেস্টাইনের দ্বন্দ্ব নতুন না হলেও এবার হামাস হামলা কিন্তু রীতিমতো ভাঁজ ফেলে দিয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের কপালে। সেই আবহেই দিল্লিতে গিয়ে ইজরায়েলের ভারতীয় দূত নাওর গিলনের সঙ্গে দেখা করে এলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। শুধু তাই নয়, হামাস সন্ত্রাসকে ‘আধুনিক যুগের রাবণ’ বলেও সমালোচনায় সরব হলেন অভিনেত্রী।
কঙ্গনা বরাবরই স্পষ্টভাষী। সোজাসাপটা কথা বলে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। রাজনৈতিক হোক কিংবা সাম্প্রদায়িক, সব ইস্যুতেই নিজের মতামত জাহির করতে কঙ্গনার জুড়ি মেলা ভার! এবার ইজরায়েল-হামাস সংঘাতেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অভিনেত্রী। মঙ্গলবার দশেরা উপলক্ষে রাবণদহন অনুষ্ঠানে যোগ দিতেই রাজধানীতে পাড়ি দিয়েছিলেন কঙ্গনা রানাউত। আর বুধবার সকালেই ইজরায়েলের ভারতীয় দূতাবাসে যান কঙ্গনা। সেখানে নাওর গিলনের সঙ্গে কথাও হয় তাঁর।
ইজরায়েলের পাশে দাঁড়িয়ে কঙ্গনার মন্তব্য, “ভারতের মতো সেই দেশও সন্ত্রাসের বিরুদ্ধে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে। আমি যখন রাবণদহনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম দিল্লিতে, আমার মনে হল ইজরায়েল দূতাবাসে একবার যাওয়া উচিত। আর তাঁদের সঙ্গে দেখা করা উচিত যাঁরা হামাস গোষ্ঠীর মতো আধুনিক রাবণকে পরাস্ত করার জন্য লড়ে যাচ্ছেন। যেভাবে ছোট্ট বাচ্চা থেকে মহিলাদের টার্গেট করা হচ্ছে, সেটা সত্যিই হৃদয়বিদারক। ইজরায়েল যে এই সন্ত্রাসের বিরুদ্ধে জয়ের হাসি হাসবে, তার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। নাওর গিলনের সঙ্গে আমার আগামী ছবি ‘তেজস’ নিয়েও কথা হয়েছে।”
View this post on Instagram
প্রসঙ্গত, আগামী ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে ‘তেজস’। যে ছবিতে যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। যা কিনা ভারতের প্রথম আকাশপথে হামলার ঘটনা অবলম্বনে তৈরি। সেই সিনেমার প্রচারেই বর্তমানে বেজায় ব্যস্ত অভিনেত্রী। তার ফাঁকেই দিল্লিতে ইজরায়েলের ভারতীয় দূতাবাসে গেলেন কঙ্গনা রানাউত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.