Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

‘বাবররা রাম মন্দির ভাঙতে এসেছিল!’ উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করে মুম্বই পৌঁছেই ক্ষোভের মুখে কঙ্গনা

মুম্বইকে 'পাকিস্তান' বলেও তোপ দাগলেন অভিনেত্রী।

Kangana Ranaut live update: Reaches Mumbai, protest at Mumbai airport
Published by: Sandipta Bhanja
  • Posted:September 9, 2020 3:53 pm
  • Updated:September 9, 2020 3:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া Y+ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বুধবার দুপুরে মুম্বইয়ে পা রাখলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। মহারাষ্ট্র সরকারকে নিয়ে কড়া মন্তব্যের জেরে বর্তমানে শিব সেনার রোষানলে অভিনেত্রী। উদ্ধব প্রশাসনের নজর এখন অভিনেত্রীর ‘অবৈধ’ বাংলো ও অফিসের দিকে। বুধবার কঙ্গনা মুম্বইয়ে পা রাখার আগেই বাংলো ভাঙার কাজ শুরু করে দিয়েছিল বিএমসি। এপ্রসঙ্গে কঙ্গনা মুম্বইকে সরাসরি ‘পাকিস্তান’ বলে তোপ দেগেছেন! শুধু তাই নয়, বলেছেন, “এ তো গণতন্ত্রের মৃত্যু!” উদ্ধব প্রসাশনের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিনেত্রীর মন্তব্য, “ইতিহাসের পুনরাবৃত্তি! বাবররা ফের রাম মন্দির ভাঙতে এসেছিল।” আর তার রেশ ধরেই এদিন দুপুরে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়।

[আরও পড়ুন: বন্ধ হোক কঙ্গনার বাংলো ভাঙার কাজ, BMC-কে নির্দেশ বম্বে হাই কোর্টের]

প্রসঙ্গত,কঙ্গনার আবেদনের ভিত্তিতেই বম্বে হাই কোর্ট BMC-কে কঙ্গনার বাংলো ভাঙার কাজে স্থগিতাদেশ জারি করেছে। অন্যদিকে কঙ্গনার সমর্থনে মুখ খুলেছেন বিজেপি সাংসদ স্বামী সুব্যহ্মন্যম, তেজিন্দর পাল সিং বগ্গা-সহ আরও অনেকে।

প্রসঙ্গত, লকডাউনের গোড়া থেকেই নিজের মানালির বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন কঙ্গনা। সেখান থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করে গিয়েছেন সুশান্ত ইস্যু নিয়ে। তবে এবার শিব সেনার রোষানলে পড়ে সাড়ে পাঁচ মাস পর একপ্রকার বাধ্য হয়েই নিজের সাধের বাংলো বাঁচাতে মুম্বইতে পা রাখতে হয় কঙ্গনাকে।

এদিন কঙ্গনার বান্দ্রার বাংলো ভাঙার কাজ শুরু হলে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে সরব হন নেটজনতার একাংশ। অভিনেত্রীর সুরে সুর মিলিয়ে তাঁদের মন্তব্য, “গণতন্ত্র কোথায়?”

[আরও পড়ুন: ‘মহারাষ্ট্র সরকারের গুন্ডারা আমার বাড়ি ভাঙছে’, মুম্বইতে ঢোকার আগে ফের বিস্ফোরক কঙ্গনা]

গণতান্ত্রিক অধিকার নিয়ে ভিডিও পোস্ট করে ফের মহারাষ্ট্র সরকারকে তোপ দাগলেন অভিনেত্রী। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement