সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই (Mumbai) ত্যাগ করেছেন। তবে লড়াই ছাড়ছেন না। তা সোশ্যাল মিডিয়াতেই বারবার বুঝিয়ে দিচ্ছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার তাঁর নিশানায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) ছেলে আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)। মুভি মাফিয়াদের ঘনিষ্ঠ আদিত্য। সেই কারণেই তাঁদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধব। এমনই অভিযোগ অভিনেত্রীর।
সোমবার মহারাষ্ট্রের বিজেপি (BJP Maharashtra) নেতা চন্দ্রকান্ত পাতিল অভিযোগ করেন, সুশান্ত কাণ্ডে (Sushant Case) মুম্বই পুলিশ সঠিক তদন্ত করলে উদ্ধব ঠাকরেকে আর এমন দিন দেখতে হত না। সেই খবর শেয়ার করে টুইটারে কঙ্গনা লেখেন,
“মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মূল সমস্যা হল আমি সেই মুভি মাফিয়া তথা সুশান্ত সিং রাজপুতের আসল খুনিদের চেহারা ফাঁস করে দিয়েছি যাদের সঙ্গে তাঁর প্রিয় পুত্র আদিত্য ঠাকরে সময় কাটায়। এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। তাই ওরা আমায় উচিত শিক্ষা দিতে চাইছে। বেশ তাহলে দেখা যাক কে কাকে উচিত শিক্ষা দেয়!”
Basic problem of Maharashtra CM is why I exposed movie mafia, murderers of SSR and its drug racket, who his beloved son Aaditya Thakeray hangs out with, this is my big crime so now they want to fix me, ok try let’s see who fixes who!!! https://t.co/KzfVPfx5s8
— Kangana Ranaut (@KanganaTeam) September 14, 2020
এর পরের টুইটেই (Twitter) কঙ্গনা আরেকটি খবর শেয়ার করেন। যাতে লেখা ছিল, শিব সেনার (Shiv Sena) গুন্ডাদের হাত থেকে নিজেকে সুরক্ষিত বলে মার্ক করুন। এমন ফিচার শুরু করেছে ফেসবুক (Facebook)। এমন ভুয়ো খবর শেয়ার করার জন্য টুইটারে ট্রোলড হন অভিনেত্রী।
Thank you Facebook free speech must be protected in a democracy, people need to be protected from Sonia Sena goons much like COVID -19 virus, thank you for being considerate, well done 👏👏👏 https://t.co/v2BZYpQdAx
— Kangana Ranaut (@KanganaTeam) September 14, 2020
পরে আবার ট্রোলের খবর শেয়ার করে অভিনেত্রী জানান, যে অ্যাকাউন্ট থেকে তিনি টুইটটি শেয়ার করেছিলেন তা কাল্পনিক খবরের। ব্যঙ্গ করার জন্যই তিনি টুইটটি শেয়ার করেছিলেন।
The news I have tagged it’s account clearly says it’s a fictitious news source. Intended for sarcasm and satire …
— Kangana Ranaut (@KanganaTeam) September 14, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.