Advertisement
Advertisement
Kangana Ranaut

আমির খানের মেয়ে ইরার রিসেপশনে গিয়েও ‘জয় শ্রীরাম’ ধ্বনি কঙ্গনার, তারপর?

আমিরকে 'হিন্দুফোবিক' বলেছিলেন, এবার তাঁর মেয়ে রিসেপশনে গিয়েও 'জয় শ্রীরাম' ধ্বনি দিলেন।

Kangana Ranaut Greets Paps With Jai Siya Ram At Ira Khan Reception | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 14, 2024 2:38 pm
  • Updated:January 14, 2024 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাল সিং চাড্ডা’ রিলিজের আগে আমির খানকে জাত-ধর্ম তুলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বলেছিলেন, “পিকের মতো হিন্দুফোবিক সিনেমা বানিয়ে কিংবা ভারতকে অসহ্য দেশের তকমা দিয়েও আমির খান অনেক সিনেমা হিট করেছেন। তাই দয়া করে ধর্ম-দর্শন কপচানো বন্ধ করুন।” এমনকী কিরণ রাওকে পরোক্ষভাবে ‘দেশদ্রোহী’ বলেও কটাক্ষ করেছিলেন অভিনেত্রী। তবে সেই মান-অভিমান ঝেড়ে ফেলে মেয়ে ইরা খানের রিসেপশনে (Ira Khan Reception) কঙ্গনা রানাউতকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির। কিন্তু সেখানে গিয়েও ‘জয় শ্রীরাম’ ধ্বনি তাঁর মুখে।

১৩ জানুয়ারি, শনিবার মুম্বইয়ের বিকেসি জিও সেন্টারে আমির খানকন্যার গ্র্যান্ড রিসেপশন হয়ে গেল। শাহরুখ খান, সলমন খান-সহ সিংহভাগ বলিউডকে দেখা গেল সেই হাইপ্রোফাইল পার্টিতে। আর সেখানে গিয়েই সকলের সামনে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলেন কঙ্গনা রানাউত। পরনে গোলাপি লেহেঙ্গা। মুখে হাসি। সবুজ কার্পেটে দাঁড়িয়েই পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে ‘জয় শ্রীরাম’ বলে অভিবাদন জানালেন কঙ্গনা রানাউত। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত এখন নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।

Advertisement

[আরও পড়ুন: মুম্বইতে গ্র্যান্ড রিসেপশন আমিরকন্যা ইরা খানের, আমন্ত্রিত নেতামন্ত্রীরা, ২৫০০ অতিথি! ৯ রাজ্যের পদ]

আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা স্বঘোষিত গেরুয়াপন্থী অভিনেত্রীরও। তার প্রাক্কালেই আমির খানের মেয়ের বিয়েতে এসে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলেন কঙ্গনা রানাউত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

প্রসঙ্গত, বছর চারেক আগেও একবার আমির খানকে ধর্ম নিয়ে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রানাউত। বলেছিলেন, “হিন্দু+মুসলিম= মুসলিম… এ তো সাংঘাতিক কট্টরপন্থী মনোভাব! বিয়ে মানে শুধু জিন কিংবা সংষ্কৃতির মেলবন্ধন নয়, ধর্মেরও মিলন। নিজের সন্তানদের যেমন আল্লার ‘ইবাদত’ শেখাচ্ছেন, তেমনই শ্রীকৃষ্ণের ভক্তির কথাও বলুন। সেটাই তো ধর্মনিরপেক্ষতা।” এবার সেই অভিনেতার মেয়ের রিসেপশনে এসেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: শেষমেশ ‘প্রেমিকের’ পরিচয় ফাঁস করলেন কঙ্গনা! আদিত্য-হৃতিকের পর এখানেও মান-অভিমান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement