Advertisement
Advertisement

Breaking News

Kangana Ranaut

‘এমার্জেন্সি’র মুক্তির আগে কঙ্গনার মাথা কাটার হুমকি! পুলিশের দ্বারস্থ নায়িকা

'X' হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ।

Kangana Ranaut gets death threats ahead of 'Emergency' release
Published by: Suparna Majumder
  • Posted:August 27, 2024 8:59 am
  • Updated:August 27, 2024 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘এমার্জেন্সি’। তার আগেই খুনের হুমকি পেলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অভিনেত্রী তথা বিজেপি সাংসদ নিজে ‘X’ হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে এই অভিযোগ করেছেন। পোস্টে মহারাষ্ট্র, হিমাচল ও পাঞ্জাব পুলিশকে ট্যাগও করেছেন তিনি।

Kangana X Post

Advertisement

দেশ না সিংহাসন, কোনটা বেশি জরুরি? ‘এমার্জেন্সি’র ট্রেলারে সেই প্রশ্ন তোলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ছবিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।  গোটা ভারত যে জরুরি অবস্থার সাক্ষী হয়েছিল, সেই গল্পই সিনেমায় তুলে ধরা হয়েছে।  

[আরও পড়ুন: টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সমাবেশে প্রথম সারিতে ছাত্রীরা, বক্তব্য রাখবেন অভিষেকও ]

কঙ্গনার এই ছবিকে ইতিমধ্যেই নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন ‘শিরোমনি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’-র সভাপতি হরজিন্দর সিং ধামি।  তাঁর অভিযোগ, কঙ্গনার এই ছবিতে শিখ সম্প্রদায়ের মানুষকে বিচ্ছিন্নতাকামী হিসেবে দেখানো হয়েছে। এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন তিনি।

এমন পরিস্থিতিতেই ‘X’ হ্যান্ডেলে হুমকি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। যেখানে এজাজ খানের পাশে বসে থাকা কয়েকজনকে কঙ্গনার ছবি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। এর প্রেক্ষিতেই জানানো হয় যদি তাঁরা মাথা কেটে বলিদান দিতে পারেন, মাথা কেটেও নিতে পারেন। মহারাষ্ট্র, হিমাচল ও পাঞ্জাব পুলিশকে ট্যাগ করে ভিডিও শেয়ার করেন কঙ্গনা। ক্যাপশনে তারকা লেখেন, “দয়া করে এই বিষয়টি একটু দেখুন।”

 

 

প্রসঙ্গত, কঙ্গনার পরিচালনায় তৈরি এই ছবিতে  অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রেয়স তলপড়ে। স্যাম মানেকশর চরিত্রে রয়েছেন মিলিন্দ সোমান। জয়প্রকাশ নারায়ণ হিসেবে দেখা গিয়েছে অনুপরম খেরকে। উপপ্রধানমন্ত্রী জগজীবন রামের ভূমিকায় অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক।

[আরও পড়ুন: ‘ফাঁদ থেকে বেরিয়ে আসুন…’, আর জি কর কাণ্ডে গর্জে উঠলেন জিতু কমল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement