সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তন্নু ওয়েডস মন্নু’ এবং ‘তন্নু ওয়েডস মন্নু রিটার্ন’। দুই ছবিতেই জুটি বেঁধে চমক দিয়েছিলেন কঙ্গনা রানাউত ও আর মাধবন। বক্স অফিসেও তুমুল সফল হয় এই দুই ছবি। আর এবার ফের একফ্রেমে দেখা গেল কঙ্গনা ও মাধবন। সূত্র বলছে, নতুন ছবির পরিকল্পনাতেই নাকি ব্যস্ত এখন বলিউডের এই দুই অভিনেতা।
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সোমবার কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেন। যেখানে এক ফ্রেমে দেখা গিয়েছে, আর মাধবন ও কঙ্গনাকে। সেই ছবি পোস্ট করে কঙ্গনা লিখলেন, ”আমার প্রিয় মানুষের সঙ্গে আবার দেখা। দারুণ একটা চিত্রনাট্য পড়ছি।”
যতই কঙ্গনা নিয়ে বলিউডে বিতর্ক হোক, কঙ্গনা কিন্তু নিজের মতো করে বলিউডের পর্দায় নিজেকে প্রমাণ করেই চলেছেন। এমনকী, বহু ছবিতেই কঙ্গনা নিজের হাতের মুঠোয় রাখছেন বক্স অফিস। একের পর এক হিটও দিচ্ছেন, সমালোচকদের কাছ থেকে প্রশংসাও কুড়িয়ে নিচ্ছেন কঙ্গনা (Kangana Ranaut)। এই যেমন, বলিউডের এই বিতর্ক কুইন একেবারেই প্রস্তুত তাঁর নতুন ছবি নিয়ে। শোনা যাচ্ছে, কঙ্গনার কল্যাণেই নাকি ফের বড়পর্দায় আসতে চলেছে ‘তন্নু ওয়েডস মন্নু’র নতুন সিক্যুয়েল। চিত্রনাট্য নাকি একদম তৈরি। এমনকী, সেই চিত্রনাট্য পড়ে সবুজ সংকেতও দেখিয়েছেন কঙ্গনা।
প্রথমে শোনা গিয়েছিল এই ছবিতে নাকি থাকছেন না আর মাধবন। শোনা গিয়েছিল, নতুন ছবিতে নাকি খুব একটা গুরুত্বও দেওয়া হবে না মন্নু চরিত্রটাকে। তবে কঙ্গনার এই নতুন ছবি পোস্ট করায় নতুন জল্পনা বলিউডে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.