Advertisement
Advertisement
Kangana Ranaut

‘বেবি রানাউত আসছে…’, শাড়ি-গয়নায় সেজে সুখবর দিলেন কঙ্গনা! শুভেচ্ছা অনুপম খেরের

খুশিতে ডগমগ অভিনেত্রীর মা-বাবা।

Kangana Ranaut dances at sister-in-law Ritu Ranaut’s godbharai, shares pics | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 24, 2023 10:22 am
  • Updated:July 24, 2023 10:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউতের পরিবারে নতুন সদস্যের আগমন। আর জুনিয়র রানাউতকে স্বাগত জানাতে প্রস্তুত অভিনেত্রীর পরিবারের সকলে। শাড়ি-গয়নায় সেজে নিজেই এই সুখবর দিলেন অনুরাগীদের। কঙ্গনাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরিরা। 

বলিউড সিনেপাড়া নিয়ে সবসময়ে কটাক্ষ, সমালোচনা কিংবা বিতর্কিত মন্তব্য করলেও, কঙ্গনা রানাউত আদ্যোপান্ত পারিবারিক মানুষ একজন। মুম্বই ছেড়ে বেশিরভাগ সময়েই হিমাচলে নিজের মা-বাবা, ভাইদের সঙ্গে সময় কাটান। এবার সেখান থেকেই অনুরাগীদের সঙ্গে মন ভালো করা খবর ভাগ করে নিলেন। কঙ্গনার পরিবারে খুদে সদস্যের আগমন ঘটতে চলেছে। তাই সকলেই খুশিতে ডগমগ।

Advertisement

২০২০ সালে কঙ্গনার ভাই অক্ষত রানাউতের বিয়ে হয় রিতুর সঙ্গে। এবার রিতু-অক্ষতই মা-বাবা হতে চলেছেন। তাই ‘পিসি’ হওয়ার আনন্দে অভিনেত্রীর খুশি আর ধরছে না। রবিবারই রানাউত পরিবারে ধুমধাম করে হয়ে গেল রিতুর ‘গোদভরাই’, সাধভক্ষণ অনুষ্ঠান। যেখানে কঙ্গনার পাশাপাশি দেখা গিয়েছে তাঁর দিদি রঙ্গোলি রানাউতকেও। সেই অনুষ্ঠানে কঙ্গনাকে নাচতেও দেখা গেল।

ভ্রাতৃবধূর সাধভক্ষণ অনুষ্ঠান থেকে বেশ কিছু পারিবারিক মুহূর্ত শেয়ার করে ইনস্টাগ্রামে কঙ্গনা লিখেছেন, “রিতু রানাউতের গোদভরাই অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্তের ঝলক রইল। আমরা সকলেই খুশিতে ডগমগ। বেবি রানাউতের আসার অধীর অপেক্ষায়। আপনাদের সকলের শুভেচ্ছা আর আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ।”

[আরও পড়ুন: ‘ক্ষমতায় এসে সনাতন হিন্দুদের জন্য বহু কাজ করেছেন’, মোদির প্রশংসা ‘সীতা’ দীপিকার মুখে]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

ভ্রাতৃবধূর রিতুর ‘গোদভরাই’য়ের অনুষ্ঠানের জন্য গোলাপি শাড়িতে সেজেছিলেন কঙ্গনা। হাতে মেহেন্দিও পরেছিলেন। পরিবারের সকলের সঙ্গে যে দারুণভাবে উপভোগ করেছেন, তা ছবি দেখেই বোঝা গেল।

[আরও পড়ুন: বোল্ড অবতারে নেটপাড়া কাঁপাচ্ছেন ‘হবু মা’ শুভশ্রী, এবার নিন্দুকদের ‘সাবধান’ করলেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement