Advertisement
Advertisement

Breaking News

Jawan Movie Kangana Ranaut

‘সিনেমার ঈশ্বর’, ‘জওয়ান’ হিট হতেই শাহরুখের প্রশংসায় কঙ্গনা

আর কী বললেন কঙ্গনা?

Kangana Ranaut calls Shah Rukh Khan 'the cinema god| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 8, 2023 10:02 am
  • Updated:September 8, 2023 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে দুরন্ত এন্ট্রি শাহরুখের জওয়ান ছবির। প্রথম দিনেই গোটা দেশ কাঁপিয়ে দিয়েছে এই ছবি। দর্শক থেকে সমালোচক সবার মুখেই একটা কথা। কিং খানের কেরিয়ারের সেরা ছবি জওয়ান। ঠিক এমন সুরই শোনা গেল বলিউডের বিতর্কিত কুইন কঙ্গনা রানাউত। সোশ্য়াল মিডিয়ার লম্বা পোস্ট করে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ তিনি। যে কঙ্গনা এতদিন বলিউডের তিন খানের সমালোচনায় মত্ত থাকতেন, সেই কঙ্গনাই প্রকাশ্য়ে শাহরুখের গুণগান গাইলেন।

শাহরুখকে নিয়ে কী লিখলেন কঙ্গনা?

Advertisement

‘নয়ের দশকের রোম্যান্টিক নায়ক থেকে এক দশক ধরে লড়াই করে দর্শকদের সঙ্গে নিজের যোগাযোগ বানান ৪০-৫০ বছর বয়সে এসে। তারপর প্রায় ৬০ বছরে গিয়ে ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান সেটা বাস্তব জীবনেও কিছু কম সুপার হিরোইক নয়।’

[আরও পড়ুন: শাহরুখই কাশ্মীরের প্রাণভোমরা! ‘পাঠান’-এর পর উপত্যকাকে ‘টনিক’ জোগাচ্ছে ‘জওয়ান’]

শাহরুখের প্রশংসা করে কঙ্গনা আরও লিখলেন, ‘আমার এখনও সেই সময়ের কথা মনে আছে যখন লোকজন শাহরুখের বিরুদ্ধে লিখত, পছন্দকে হ্যাটা করত। কিন্তু এসআরকের স্ট্রাগল বরাবর মাস্টার ক্লাসের ছিল। যে শিল্পীদের কেরিয়ার দীর্ঘ হয় তাঁদের নিজেদেরকে নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে এভাবেই। কেবল জড়িয়ে ধরা বা গালের ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতীয় সিনেমার ইশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায়ের কাছে আমি মাথা নত করলাম কিং খান।’

কোথাও ভোর ৫টা, কোথাও সকাল ৬ টা। সকাল থেকেই দেশজুড়ে জওয়ান ঝড়। রাতের ঘুমকে তোয়াক্কা না করে জওয়ান দেখতে হাজির শাহরুখ ভক্তরা। সিনেমা হলের বাইরেই রাত জাগলেন কেউ কেউ। সারারাত ধরে হাতে পোস্টার, মুখে স্লোগান। শাহরুখ বন্দনা শুরু সেই মধ্যরাত থেকে। ভক্তদের এমন উন্মাদনা দেখে আপ্লুত শাহরুখ খান। আর তাই ফ্যানদের উৎসাহকে আরও বাড়িয়ে দিতে নিজের এক্স প্রোফাইল থেকে ধন্যবাদ জানালেন বলিউড বাদশা।

শাহরুখ লিখলেন, ”তোমাদের সকলের জন্য অনেক ভালবাসা। আশা করি তোমাদের জওয়ান ভাল লাগবে। তোমাদের এই উন্মাদনা দেখার জন্যই রাতভর জেগে রয়েছি।”

দর্শকরা বলছেন, শাহরুখের এই ছবি একেবারেই ব্লকবাস্টার। একের পর এক চমক রয়েছে ছবিতে। বিশেষ করে নানারূপে শাহরুখের অভিনয়ই এই ছবির আসল ইউএসপি। গল্পেও রয়েছে একের পর এক টুইস্ট। প্রথম দিন, প্রথম শো দেখে দর্শকরা বলছেন, শাহরুখের কেরিয়ারের সেরা ছবি ‘জওয়ান’।

[আরও পড়ুন: ইন্ডিয়া-ভারত নাম তরজায় কেন্দ্রকে ‘তৈলমর্দন’! নিজের ছবির নামই বদলে ফেললেন অক্ষয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement