সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশে করা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) মন্তব্য ঘিরে মঙ্গলবারই উত্তাল হয়েছিল লোকসভা। যে ‘ঘৃণাভাষণ’কে সমর্থন করেছিলেন খোদ নরেন্দ্র মোদি। এবার সেই আবহেই প্রধানমন্ত্রীর মতে সায় দিয়ে আরও বিস্ফোরক কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি তারকা সাংসদও সোশাল মিডিয়ায় রাহুল গান্ধীর জাতপাত তুলে কটাক্ষ করতে পিছপা হলেন না। কঙ্গনা রানাউতের ইনস্টা স্টোরি ঘিরে বর্তমানে রাজনৈতিকদুনিয়ায় শোরগোল। ঠিক কী লিখেছেন মাণ্ডির নবনির্বাচিত সাংসদ? কঙ্গনা লেখেন, “নিজের জাত সম্পর্কে কোনও জ্ঞানগম্যি নেই। দাদু মুসলিম। দিদা পারসি, মা খ্রিস্টান আর ও নিজে তো পাস্তার মধ্যে কারিপাতা ফোড়ন হয়ে জগাখিচুড়ি হওয়ার চেষ্টা করছে। এদিকে উনি সবার জাত জানতে চান। এমন অভদ্রভাবে কী করে তিনি প্রকাশ্যে মানুষকে তাঁদের জাত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন? ছিঃ নির্লজ্জ রাহুল গান্ধী।”
ঠিক কোন প্রেক্ষিতে এই সংসদে এই ‘জাত বিতর্কের’ সূত্রপাত? অনুরাগ ঠাকুর রাহুলকে (Rahul Gandhi) কটাক্ষ করে বলেন, “যাঁর জাত জানা নেই, তিনিই জাতগণনার কথা বলছেন!” এমন মন্তব্যে লোকসভা উত্তাল হয়ে ওঠে। বিতর্কের মধ্যেই রাহুল অনুরাগকে বলেন, “আপনি আমাকে যত খুশি অপমান করতে পারেন। কিন্তু আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আমরা সংসদে জাতগণনা বিল পাশ করব।” এর পরই অনুরাগ বলেন, তিনি তাঁর মন্তব্যে কারও নামোল্লেখ করেননি।
এর পরই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এক্স হ্যান্ডলে প্রশংসায় ভরিয়ে দেন অনুরাগ ঠাকুরকে। তিনি লেখেন, “তরুণ ও প্রাণশক্তিতে ভরপুর অনুরাগ ঠাকুরের ভাষণটি অবশ্যই শুনুন। তথ্য ও ব্যঙ্গের এক নিখুঁত সংমিশ্রণ। যা ইন্ডিয়া জোটের নোংরা রাজনীতিকে প্রকাশ্যে নিয়ে এসেছে।” এই পোস্টের বিরোধিতা করেছে কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, সংসদীয় বিশেষাধিকারের গুরুতর লঙ্ঘন করেছেন মোদি। তাই তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনবে তারা। বুধবার সেই প্রস্তাব পেশও করা হয়েছে কংগ্রেসের তরফে।
রাহুল যদিও অনুরাগের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছিলেন, অনুরাগ তাঁকে অপমান করলেও তিনি ক্ষমা চাইতে বলবেন না। কংগ্রেস নেতার কথায়, “আমার প্রয়োজন নেই।” যদিও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব গান্ধীর পাশে দাঁড়িয়ে পালটা বলেন, “কী করে কেউ কারও জাত জানতে চাইতে পারে? আপনারা কারও জাত জানতে চাইতে পারেন না।” এবার সেই প্রসঙ্গেই ইনস্টা স্টোরিতে নিজের মতামত ব্যক্ত করলেন কঙ্গনা রানাউত। এবং সেখানেও তিনি কিন্তু ‘রণংদেহি’ মেজাজে রাহুল গান্ধীকেই নিশানা করলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.